কিলিয়ান এমবাপে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দলবদলের ‘নাটক’ আরও ঘনীভূত হচ্ছে। শোনা গিয়েছে, সৌদি আরবের ক্লাব আল-হিলালের পর এমবাপেকে দলে নেওয়ার ব্যাপারে আসরে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি (Chelsea)। সংবাদমাধ্যম সূত্রে খবর, চেলসির মালিক টড বোহেলির সঙ্গে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফির মধ্যে ফোনে কথাবার্তা হয়েছে। এবং ফোনালাপের পর পিএসজি আশা করছে, দ্রুতই এমবাপেকে নেওয়ার ব্যাপারে নিজেদের মতামত জানাবে চেলসি।
কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, ফরাসি তারকা নিজে কী চাইছেন। এর আগে পিএসজি এমবাপেকে বিশাল আর্থিক প্রস্তাব দিয়েছিল। এবং জানিয়েছিল, তাঁর সঙ্গে আগামী দশ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে চায়। কিন্তু এমবাপে এই প্রস্তাব খারিজ করে দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, পিএসজির সঙ্গে একবছরের চুক্তি বাকি আছে। এবং তিনি আগামী একবছর পিএসজির হয়েই খেলতে চান। পিএসজির প্রস্তাব ফেরানোর পিছনে বিশেষ কারণও রয়েছে এমবাপের।
শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ এমবাপের সঙ্গে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে। তবে এই মরশুমে নয়, ২০২৪ সালে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই ‘ফ্রি ফুটবলার’ হিসাবে ফরাসি তারকাকে সই করাতে চায় রিয়াল। যা মোটেই চাইছে না পিএসজি। তারা এমবাপের মতো ফুটবলারকে ‘বিনামূল্যে’ ছাড়তে নারাজ। সেই কারণেই আল-হিলাল যখন প্রস্তাব দিয়েছিল, তখন পিএসজিও আগ্রহ দেখিয়েছিল। চেলসির সঙ্গেও তারা আলোচনায় বসেছে। আল হিলাল যে আর্থিক প্রস্তাব দিয়েছিল তাতে পিএসজি লাভবানই হত। সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং এমবাপে।
এদিকে, এমবাপের বিরুদ্ধে ফিফায় অভিযোগ জানাতে চলেছে পিএসজি। এবং যা শোনার পর রীতিমতো ক্ষুব্ধ ফরাসি তারকা। পিএসজির অভিযোগ, তাদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে দিয়েছেন। যা নিয়মবিরুদ্ধ। পিএসজির এই মনোভাব দেখার পর হতাশ হয়ে পড়েছেন এমবাপে। তবেই জল্পনার মধ্যেই মুখ খুলেছেন লিভারপুল কোচ যুর্গেন ক্লপ। তিনি সাফ জানিয়েছেন, এমবাপেকে সই করাতে একেবারেই আগ্রহী নয় তাঁর ক্লাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.