Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

ডার্বির টিকিট ঘিরে বিতর্ক, আয়োজক ইস্টবেঙ্গলের প্রতি অসন্তুষ্ট মোহনবাগান-আইএফএ

এদিকে, ডার্বির আগে বড় বিপদ এড়ালেন মোহনবাগানের তিন ফুটবলার।

Chaos over tickets of East Bengal vs Mohun Bagan ISL Derby | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 24, 2023 3:56 pm
  • Updated:February 24, 2023 3:56 pm  

স্টাফ রিপোর্টার: ডার্বির টিকিট নিয়ে ফের বিতর্ক কলকাতা ময়দানে। পর্যাপ্ত টিকিট না দেওয়ার অভিযোগে সরব হয়েছে আইএফএ থেকে শুরু করে মোহনবাগান। এমনকী যে টিকিট পাঠানো হয়েছিল ডার্বির আয়োজক ইস্টবেঙ্গলের তরফে, তা ফেরত পাঠিয়ে দেয় আইএফএ। ভিআইপি কোটার টিকিট গ্রহণ না করে শুধুমাত্র সাধারণ সদস্যদের মধ্যে টিকিট বিলির সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান।

বৃহস্পতিবার মোহনবাগান (Mohun Bagan) বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ‘ডার্বির (ISL Derby) আয়োজক ইস্টবেঙ্গলের তরফে পর্যাপ্ত ভিআইপি এবং ভিভিআইপি টিকিট পাঠানো হয়নি। ক্লাব কর্তাদের মধ্যে বিলি করার জন্য ওই টিকিট যথেষ্ট নয়। তাই শুক্রবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই দুই ধরনের টিকিট ক্লাব গ্রহণ করবে না। তবে ক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে নিয়ম মেনে টিকিট বিলি করা হবে।’ রাতের দিকে ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, “আমরা টিকিট নিয়ে অবস্থান স্পষ্ট করেছি। তবে বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গলের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।” শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ সদস্যদের টিকিট দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: বাজার থেকে উধাও পিঁয়াজ? বিশ্বজুড়ে তীব্র হচ্ছে সংকট]

আবার আইএফএ-র (IFA) বক্তব্য, “ডার্বি উপলক্ষে মাত্র ৫০০ টিকিট আয়োজকদের তরফে আইএফএ-কে পাঠানো হয়েছে। এই টিকিট আইএফএ কর্তা, গভর্নিং বডির সদস্য এবং অনুমোদিত ক্লাবগুলিকে দেওয়ার জন্য যথেষ্ট নয়। এই আচরণ আইএফএ এবং ক্লাবগুলির প্রতি অপমানের। তাই আইএফএ এই টিকিট ফেরত পাঠাচ্ছে।” আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “এবার যত টিকিট দেওয়া হয়েছে, তা আমরা সবার মধ্যে বিলি করতে পারব না। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।” টিকিট নিয়ে অসন্তোষ রয়েছে খোদ ডার্বির আয়োজক ইস্টবেঙ্গলেও (East Bengal)। তবে শুক্রবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাব তাঁবু থেকে সাধারণ সমর্থকদের মধ্যে টিকিট বিলি করা হচ্ছে।

এদিকে, ডার্বির আগে বড় বিপদ এড়ালেন মোহনবাগানের তিন ফুটবলার– লিস্টন কোলাসো, গ্লেন মার্টিন্স ও সুমিত রাঠি। বৃহস্পতিবার অনুশীলন শেষে যুবভারতী ছাড়ার সময় দুর্ঘটনার মুখে পড়ে লিস্টনের গাড়ি। চালক লিস্টনের সঙ্গে গাড়িতে গ্লেন ও সুমিত ছাড়াও মোহনবাগানের এক সাপোর্ট স্টাফ ছিলেন। যুবভারতীর মূল রাস্তায় ঢুকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লিস্টন। গাড়ির চাকা উঠে যায় রাস্তার পাশের ডিভাইডারের উপর। যদিও লিস্টন দ্রুত পরিস্থিতি সামলে নেওয়ায় কোনও দুর্ঘটনা ঘটেনি। ফুটবলারদেরও কোনও আঘাত লাগেনি। ঘটনার পর লিস্টনদের সঙ্গে দেখা করে যান ইস্টবেঙ্গলের ফুটবলার ভিপি সুহের এবং মহম্মদ রাকিপ।

[আরও পড়ুন: আলিবাগে দু’হাজার স্কয়্যার ফুটের বিলাসবহুল ভিলা কিনলেন কোহলি, দাম জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement