Advertisement
Advertisement

Breaking News

Champions League

প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র, চেলসিকে হারিয়ে বদলা নিতে চায় রিয়াল মাদ্রিদ

দেখে নিন কোন দল কার বিরুদ্ধে খেলবে।

Champions League quarter-final and semi-final draw | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 18, 2022 9:39 pm
  • Updated:March 18, 2022 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করিম বেঞ্জেমাদের চোয়াল এবার শক্ত হয়ে উঠেছে। যেভাবেই হোক মধুর প্রতিশোধ চাই। যেভাবে হোক পালটা জবাব দিতেই হবে। কেন হবে না? গতবার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) হারিয়ে ফাইনালে উঠেছিল চেলসি। সেই ইপিএলে খেলা দলের বিপক্ষে এবার শেষ আটে মুখোমুখি হচ্ছে লা লিগা খেলা দলটি। তাই আলাদা উত্তেজনা অনুভব করতে শুরু করেছেন করিম বেঞ্জেমা, মার্কো অ্যাসেনসিওরা।

লিওনেল মেসি নেই। নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দর্শকের তালিকায় ঢুকে পড়েছেন বিশ্ব ফুটবলের উজ্জ্বল তিন নক্ষত্র এমবাপে, নেইমার জুনিয়র ও হারল্যান্ড। সব মিলিয়ে তারকাদের হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) জৌলুস অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তাই এবার দল কেন্দ্রিক উত্তেজনা জিইয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগকে। কিছুদিন আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসা অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেজো জানিয়ে ছিলেন, রিয়ালের সঙ্গে ফাইনালে খেলতে চান। কিন্তু সুইজারল্যান্ডের নিয়নে হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে স্পষ্ট হয়ে গেল, সেরেজোর আশা অপূর্ণ থেকে যাচ্ছে। কারণ, দু’টি দল যদি কোয়ার্টার ফাইনালের হার্ডলস পেরোতে পারে তাহলে সেমিফাইনালে মুখোমুখি হয়ে যাবে। আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে গতবারের ফাইনালিস্ট ম্যাঞ্চেস্টার সিটির। প্রথম সেমিফাইনালে এই দু’টি দল মুখোমুখি হবে।

Advertisement

[আরও পড়ুন: হোলিতে হিন্দুত্ববাদীদের রোষানলে রোহিত শর্মা, টুইটারে ট্রেন্ডিং ‘ঋতিকা আপনা কুত্তা সামাল’]

কিন্তু জুভেন্তাসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়ে উঠে আসা ভিয়ারিয়াল ভাবেনি এভাবে কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে। উনাই এমেরির ভিয়ারিয়াল শেষ আটে খেলতে নামবে বায়ার্ন মিউনিখের সঙ্গে। যারা শেষ ১৬-তে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে এসেছে সালজবুর্গকে। তাই স্প্যানিশ ক্লাবের কাছে ঘুম ছুটে যাওয়া স্বাভাবিক। আর এক কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে আয়াক্সকে হতভম্ব করে উঠে আসা বেনফিকা বনাম লিভারপুলের। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তাই শেষোক্ত দু’টি ম্যাচের প্রতিদ্বন্দ্বীরা।

কোয়ার্টার ফাইনাল
১. চেলসি–রিয়াল মাদ্রিদ
২. ম্যাঞ্চেস্টার সিটি–অ্যাটলেটিকো মাদ্রিদ
৩. ভিয়ারিয়াল–বায়ার্ন মিউনিখ
৪. বেনফিকা–লিভারপুল
প্রথম সেমিফাইনাল
বিজয়ী – ২ বনাম বিজয়ী – ১
দ্বিতীয় সেমিফাইনাল
বিজয়ী – ৪ বনাম বিজয়ী – ৩

[আরও পড়ুন: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নামে অসমের চা, কত টাকায় বিক্রি হচ্ছে জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement