সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের দিনই পিএসজির (PSG) হয়ে চোখধাঁধানো গোল করে শিরোনামে এসেছিলেন লিওনেল মেসি। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোই বা পিছিয়ে থাকেন কী করে! তিনিও বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ভক্তরা সর্বকালের সেরার আসনে বসাতে চান। চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল করলেন রোনাল্ডো। ইনজুরি টাইমে সিআর সেভেনের করা সেই গোলেই জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
⏰ RESULTS ⏰
AND breathe! 😅
Ronaldo scores added-time winner, Benfica beat Barcelona, European champions defeated…
👀 Moment of the night?#UCL
— UEFA Champions League (@ChampionsLeague) September 29, 2021
শেষ তিন ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ হারতে হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United)। চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে ‘রেড ডেভিলস’দের হারিয়েছিল কোনও এক অখ্যাত অজ্ঞাতকুলশীল ইয়ং বয়েজ। সেই হার হজম হতে না হতেই প্রিমিয়ার লিগে হারের মুখ দেখতে হয় সিআর (CR-7) সেভেনদের। পরপর দু’টি হারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যখন বিধ্বস্ত, তখনই রোনাল্ডো প্রমাণ করলেন, কেন তাঁকে মহানায়ক বলা হয়। দু’টি হারের পর বৃহস্পতিবারও ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৫৪ মিনিটে গোল হজম করতে হয় ইউনাইটেডকে। কিন্তু পিছিয়ে পড়ার পরই দুর্দান্ত কামব্যাক করেন সিআর সেভেনরা।
Sum up that Cristiano Ronaldo winner in one word 👇#UCL pic.twitter.com/JPYgtCaAg3
— UEFA Champions League (@ChampionsLeague) September 29, 2021
প্রথমে ৬০ মিনিটে অ্যালেক্স টেলেস দলকে সমতায় ফেরান। তারপর খেলা চলে সমানে সমানে। একটা সময় মনে হচ্ছিল প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচেও শুধু ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে ম্যান ইউকে (Man U)। তখনই উদয় হন রোনাল্ডো। ইনজুরি টাইমের একেবারে শেষের দিকে দুর্দান্ত গোল করে দলকে জিতিয়ে দেন তিনি।
ম্যান ইউ জিতলেও আরেক ইংলিশ ক্লাব চেলসিকে (Chelsea) এদিন রোনাল্ডোরই পুরনো দল জুভেন্তাসের কাছে হারতে হল। টমাস টুখেলের দল হারল ১-০ গোলে। অন্যদিকে, এদিন ফের হারের মুখ দেখতে হয়েছে মেসির (Leo Messi) প্রাক্তন ক্লাব বার্সেলোনাকে (Barcelona)। বেনফিকার বিরুদ্ধে ৩-০ গোলে হেরেছে বার্সা। চলতি চ্যাম্পিয়ন্স লিগের দু’টি ম্যাচই হারল বার্সেলোনা। জোড়া হারের ফলে বার্সা কোচ কোম্যানের চাকরি থাকা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.