Advertisement
Advertisement

Breaking News

Champions League

এমবাপেদের হারিয়ে অসম্ভবের স্বপ্ন বার্সার, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জয় অ্যাটলেটিকোরও

প্রথম পর্বে প্যারিস সাঁ জাঁ-কে হারিয়ে ৫ বছর পরে সেমিফাইনালের আশা জাভির দলের।

Champions League Barcelona beat PSG 3-2, Atletico Madrid edge Dortmund 2-1
Published by: Arpan Das
  • Posted:April 11, 2024 3:56 pm
  • Updated:April 11, 2024 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখাতে শুরু করল বার্সেলোনা (Barcelona)। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স  লিগের (UCL) কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে প্যারিস সাঁ জাঁ-কে (Paris Saint Germain) হারাল জাভির দল। অন্য ম্যাচেও জয় পেয়েছে স্পেনের টিম। জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে (Borussia Dortmund) হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)।

চলতি মরশুম একেবারেই ভালো যায়নি বার্সেলোনার। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে জাভির দল। স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত প্রায় শেষের পথে। মরশুম শেষে কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেবেন জাভি। এই আকালে একমাত্র আশা-ভরসা বলতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সাঁ জাঁ-র বিরুদ্ধে লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। কারণ, জাভির বিপরীত রিজার্ভ বেঞ্চে ছিলেন প্রাক্তন বার্সা কোচ লুইস এনরিকে। মাঠে সামলাতে হয়েছে এমবাপের আগুনে গতি। সেই লড়াইয়ের প্রথম পর্বে সফল লেওয়ানডস্কিরা। বুধবার রাতে প্যারিসে বার্সেলোনা জয় পেল ৩-২ গোলে।

Advertisement

[আরও পড়ুন: আচমকাই আম্পায়ারের সঙ্গে ঝামেলা শুভমানের! কেন মেজাজ হারালেন গুজরাট অধিনায়ক?]

ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল স্পেনের ক্লাবের। ৩৭ মিনিটে তাদের এগিয়ে দেন রাফিনহা। ডান দিক থেকে বার্সার বিস্ময় বালক লামালের বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় জালে জড়িয়ে দেন ব্রাজিলীয় তারকা। যদিও হাফ টাইমের পরেই ছন্দে ফিরে আসে প্যারিস। ৪৮ মিনিটে প্রাক্তন বার্সা তারকা ডেম্বেলে সমতায় ফেরান এনরিকের দলকে। ২ মিনিট পরেই তাঁদের এগিয়ে দেন ভিটিনহা। কিন্তু পেদ্রিকে নামানোর পরই খেলা ঘুরে যায় বার্সেলোনার দিকে। ৬২ মিনিটে স্পেনীয় মিডফিল্ডারের ভাসানো বল ধরে ফের গোল করেন রাফিনহা। ৭৭ মিনিটে দুরন্ত হেডে বার্সেলোনাকে নাটকীয় জয় এনে দেন ক্রিশ্চেনসন।

[আরও পড়ুন: ধোনির নাম ব্যবহার করে চলছে ক্রিকেট অ্যাকাডেমি, বড়সড় প্রতারণার শিকার ক্যাপ্টেন কুল]

চ্যাম্পিয়ন্স লিগের অন্য কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারায় বরুসিয়া ডর্টমুন্ডকে। ৪ মিনিটে দিয়েগো সিমিওনের দলকে এগিয়ে দেন ডি পল। ৩২ মিনিটে ২-০ করেন স্যামুয়েল লিনো। ম্যাচের শেষ লগ্নে সেবাস্তিয়ান হেলার একটি গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement