Advertisement
Advertisement

Breaking News

CFL 2023: ঘরের মাঠে পুলিশের ব্যারিকেড ভাঙতে মরিয়া ডার্বি জয়ী ইস্টবেঙ্গল

মরশুমের প্রথম ডার্বি জয়ের প্রভাব রিজার্ভ দলের উপরেও পড়বে বলে মনে করছেন বিনো জর্জ।

CFL 2023: East Bengal to face Police AC after wining mega derby against Mohun Bagan। Sangbad Pratidin

কলকাতা লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া লাল-হলুদ। ছবি: ইস্টবেঙ্গল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 14, 2023 9:15 am
  • Updated:August 14, 2023 9:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে চার বছর ও ১৬৫৭ দিনের পর এসেছে ডার্বি (Kolkata Derby) জয়। মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে মেগা ম্যাচ জেতার ঘোর এখনও কাটেনি। এরমধ্যে সোমবার অর্থাৎ ১৪ আগস্ট নিজেদের মাঠে পুলিশ এসি-র (Policde AC) বিরুদ্ধে ৯০ মিনিটের যুদ্ধে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। কোচ বিনো জর্জের (Bino George) তত্বাবধানে চলতি কলকাতা লিগে (Calcutta Football League 2023) পুলিশের ব্যারিকেড ভাঙতে মরিয়া লাল-হলুদ বাহিনী।

তাদের মুখোমুখি হওয়ার আগে বিনো বলছেন, “গ্রুপের সব ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়াই আমাদের লক্ষ্য। রেলওয়ে এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। পুলিশ এসির বিরুদ্ধে তা করলে চলবে না।” মরশুমের প্রথম ডার্বি জয়ের প্রভাব রিজার্ভ দলের উপরেও পড়বে বলে মনে করছেন বিনো। তাঁর প্রতিক্রিয়া, ‘ডার্বি জয় অনেকেই স্টেডিয়ামে বসে ডার্বি উপভোগ করেছে। এই জয় ওদের অনুপ্রেরণা দেবে। ওরাও নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবে।”

Advertisement

[আরও পড়ুন: East Bengal: ১৬৫৭ দিন পর ডার্বি জিতে কীভাবে সেলিব্রেশন করল ইস্টবেঙ্গল? দেখুন ভাইরাল ভিডিও]

তবে ডার্বি জিতলেও বিনোর দলে রক্ষণ নিয়ে বেশ সমস্যা রয়েছে। নতুন চাকরি পেয়ে দল ছেড়েছেন অধিনায়ক শুভেন্দু মাণ্ডি। আর এক সেন্টার ব্যাক আদিল অমলের জ্বর। দুই সাইড ব্যাক সার্থক গলুই ও নিরঞ্জন মণ্ডলের চোট সারেনি। মহিতোষ রায়, নসিব রহমানরাও পুরো ম্যাচ খেলার জায়গায় নেই। এই পরিস্থিতিতে সিনিয়র দল থেকে ফুটবলার আনার চেনা রাস্তাতেই হাঁটবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ফলে এবার পুলিশের মহম্মদ রাকিপ, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণ, জেসিন টিকের সঙ্গে এডউইন সিডনি, গুরসিমরত সিং গিলকেও দেখা যেতে পারে স্কোয়াডে।

আগামী ১৬ আগস্ট কিশোর ভারতীতে ইস্টবেঙ্গল খেলবে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। আর এই ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল চলে যাবে পরের রাউন্ডে। এদিকে ডার্বি জয়ের পরদিনই মশালের আঁচ বাড়ল লাল-হলুদের! চলে এলেন কোটি টাকার স্প্য়ানিশ ডিফেন্ডার হোসে অ্যান্তোনিও পার্দো লুকাস (Jose Antonio Pardo Lucas)। ৩৫ বছরের ভ্যালেন্সিয়ার বাসিন্দা রক্ষণের স্তম্ভ হয়ে ওঠেন বলেই তাঁকে বলা হয় ‘মিস্টার ডিপেন্ডেবল’। রবিবার অর্থাৎ ১৩ আগস্ট সকালে একেবারে পরিবার নিয়ে কলকাতায় এসেছেন লুকাস। লুকাস স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন। অসাধারণ ডিফেন্ডার হিসেবেই সুনাম কুড়িয়েছেন। এই প্রথম তিনি স্পেনের বাইরে অন্য কোনও দেশে পা রাখলেন, দেখার কুয়াদ্রাতের টিমে তিনি কী ফুল ফোটাতে পারেন! সেটাই এখন দেখার।

অন্যদিকে, কার্লেসে কুয়াদ্রাতের কোচিংয়ে ডুরান্ড কাপের জন্য পাঞ্জাব এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। জেট ল্যাগ কাটিয়ে অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন অধিনায়ক ক্লেটন সিলভা। ডুরান্ডের জন্য ছয় বিদেশিকে নিয়েই পূর্ণশক্তির দল করেছেন কুয়াদ্রাত। সেই দলে রয়েছেন লুকাসও। যেহেতু আগামী বুধবার ম্যাচ, সেহেতু লুকাসের কাছে সময় থাকছে জেট ল্যাগ কাটিয়ে অনুশীলন করে মাঠে নামার। এখন দেখার পঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল লুকাস ও জর্ডন এলসকে নতুন স্প্যানিশ কোচ একসইস্ঙ্গেট মাঠে নামিয়ে দেন কিনা!

[আরও পড়ুন: East Bengal: ডার্বি জয়ের হ্যাংওভারের মধ্যেই সপরিবারে কলকাতায় হোসে অ্যান্তোনিও পার্দো লুকাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement