Advertisement
Advertisement
Mohun Bagan

কলকাতা লিগের শেষ ম্যাচেও সঙ্গী লজ্জা, অবনমনে থাকা পুলিশ এসির কাছে হার মোহনবাগানের

সুপার সিক্সে যাওয়ার পথ আগেই শেষ হয়ে গিয়েছিল। নিয়মরক্ষার ম্যাচেও জয় পেল না মোহনবাগান।

Calcutta Football League: Police AC beats Mohun Bagan in CFL
Published by: Arpan Das
  • Posted:September 8, 2024 5:13 pm
  • Updated:September 8, 2024 5:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু কলকাতা লিগে শেষ ম্যাচেও জয় পেল না মোহনবাগান। উলটে পুলিশ এসি-র কাছে ৩-২ গোলে হারল ডেগি কার্ডোজোর ছেলেরা। এমনিতে সুপার সিক্সে যাওয়ার পথ আগেই বন্ধ হয়ে গিয়েছিল। বাকি ছিল নিয়মরক্ষার শেষ ম্যাচে জয় আদায় করা। সেটাতেও ব্যর্থ মোহনবাগান।

ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ছন্নছাড়া ফুটবল খেললেন সুমিত রাঠিরা। ম্যাচের ফলও হল সেরকম। ১৩ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে সবুজ-মেরুন শিবির। শেখ আসিফ আহমেদের দূরপাল্লার শট জালে জড়িয়ে যায়। পুলিশ এসি-র ফুটবলারের কৃতিত্ব তো রয়েছেই, কিন্তু প্রশ্ন উঠবে মোহনবাগান গোলকিপার অভিষেক কোথায় ছিলেন সেই সময়? ঠিক তার পরের মুহূর্তেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন মোহনবাগানের সালাহউদ্দিন। কিন্তু আশচর্যজনকভাবে ফাঁকা গোলে বল ঠেলতে পারলেন না।

Advertisement

[আরও পড়ুন: ‘আজীবন মোহনবাগানেই খেলতে চাই’, সবুজ-মেরুনের সঙ্গে দীর্ঘ চুক্তির পর আবেগী বার্তা বিশালের]

দ্বিতীয় গোলটি হল আত্মঘাতী। ডান দিক থেকে বল নিয়ে ঢুকে গিয়েছিলেন পুলিশ এসি-র ফুটবলার। তাঁর ক্রস বিপদ মুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ব্রিজেশ। ম্যাচের বয়স তখন ৩২ মিনিট। ফলে প্রায় এক ঘণ্টা সময় ছিল মোহনবাগানের প্রত্যাবর্তনের। কিন্তু অবনমনে থাকা পুলিশ এসি যতটা তাগিদে ফুটবল খেলল, সেটা সবুজ-মেরুনের ফুটবলারদের মধ্যে দেখা গেল না। বরং ৭০ মিনিটে ফের ধাক্কা। ভঙ্গুর ডিফেন্সের সঙ্গে ফের ভুল করলেন গোলকিপার। সেই ফাঁকে ৩-০ করে গেলেন আশিস। ৮৮ মিনিটে এনসন একটি গোল শোধ করলেও সেটা যথেষ্ট ছিল না। একেবারে শেষ মুহূর্তে একক দক্ষতায় দুরন্ত গোল করেন মোহনবাগানের ভিয়ান। তাতে ডেগি কার্ডোজোর ছেলেরা কিছুটা সম্মানরক্ষা পুনরুদ্ধার করলেও, তাতে হার আটকানো যায়নি। 

[আরও পড়ুন: এশীয় অলিম্পিক কাউন্সিলে প্রথম ভারতীয় সভাপতি, নয়া নজির রণধীর সিংয়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement