Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ, কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে মোহনবাগান

গত ম্যাচের দলই অপরিবর্তিত থাকতে পারে মোহনবাগানের।

Calcutta Football League: Mohun Bagan will face George Telegraph in CFL
Published by: Arpan Das
  • Posted:August 11, 2024 11:47 am
  • Updated:August 11, 2024 11:47 am  

স্টাফ রিপোর্টার : ঘরোয়া লিগে শুরুতে হোঁচট খেলেও ডার্বির পর থেকে আপাতত ঘুরে দাঁড়াচ্ছে মোহনবাগান। আগের দুই ম্যাচে প্রতিপক্ষকে পাঁচ গোল দেওয়ার পর আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে ফারদিন আলি মোল্লাদের। এবার রবিবার সামনে জর্জ টেলিগ্রাফ। এই ম্যাচেও গত দুই ম্যাচের ধারাবাহিকতা দেখিয়েই জয়ের হ্যাটট্রিকই লক্ষ্য মোহনবাগান কোচ ডেগি কার্ডোজোর।

[আরও পড়ুন: কাজের জেদ আরও বাড়াল অলিম্পিক অর্ডার, একান্ত সাক্ষাৎকারে বললেন অভিনব বিন্দ্রা]

আপাতত গত ম্যাচের দলই অপরিবর্তিত থাকতে পারে মোহনবাগানের। গত দুই ম্যাচে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার হ্যাটট্রিক করেছিল মোহনবাগানের। টালিগঞ্জের বিরুদ্ধে সুহেল ভাট আর তার পরের ম্যাচে ইস্টার্ন রেলের বিরুদ্ধে সালাউদ্দিন আদনান। যদিও ইস্টার্ন রেলের ম্যাচে সুহেল ভাটকে পাননি ডেগি। সিনিয়র দলের কোচ জোসে মোলিনা তাঁকে সিনিয়র দলের স্কোয়াডে ডেকে নিয়েছিলেন ডুরান্ড কাপের এয়ার ফোর্স ম্যাচের আগে। রবিবারও যে সুহেল ভাট খেলবেনই তা নিশ্চিত নন। কারণ, সামনেই ডুারন্ডের ডার্বি। মোহনবাগান সিনিয়র দল পুরোদমে ডার্বির প্রস্তুতিতে নেমে গিয়েছে। যদিও কে থাকল আর কে থাকল না তা নিয়ে মাথা ঘামাতে নারাজ মোহনবাগান কোচ ডেগি। এখনও ঘরোয়া লিগে সুপার সিক্সে ওঠা নিয়ে নিশ্চিত নয় মোহনবাগান। তবে গত দুই ম্যাচে যে ধারাবাহিকতা দেখিয়েছে তারা, তাতে কিছুটা আশা জেগেছে সমর্থকদের মনে। আপাতত রবিবার জিতে কল্যাণীতে জয়ের হ্যাটট্রিক করাই লক্ষ্য ফারদিন আলি মোল্লাদের। দলে এখনও পর্যন্ত চোট আঘাতের খবর নেই।

Advertisement

[আরও পড়ুন:  অলিম্পিকে শেষ ভারতের অভিযান, ৬টি পদক জিতে ফিরছেন নীরজ-মনুরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement