Advertisement
Advertisement

Breaking News

Calcutta Football League:

জাতীয় শিবিরে ১৩ ফুটবলার, আপাতত কলকাতা লিগে খেলতে নারাজ মোহনবাগান

ঘরোয়া লিগ নিয়ে নয়া জটিলতা।

Calcutta Football League: Mohun Bagan refuse to play in the league | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 27, 2023 10:12 am
  • Updated:August 27, 2023 10:24 am  

স্টাফ রিপোর্টার: কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে প্রবলভাবেই আছে মোহনবাগান। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে তারা। যদিও এগিয়ে থাকা দলগুলির থেকে কম ম্যাচ খেলার সুবিধা রয়েছে সবুজ-মেরুন শিবিরের হাতে।

তবে এবার লিগে মোহনবাগানের বাকি তিন ম্যাচ হওয়া নিয়েই প্রশ্ন উঠছে। কারণ জাতীয় শিবিরে ফুটবলার ছাড়তে হচ্ছে, এই যুক্তিতে আপাতত লিগের ম্যাচ খেলতে নারাজ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Debasis Dutta)। শনিবার ক্লাব তাঁবুতে বসে তিনি বলেন, “আমাদের চারজন ফুটবলার ইতিমধ্যে জাতীয় শিবিরে রয়েছে। আরও ৯ ফুটবলার জাতীয় শিবিরে যাবে। সবমিলিয়ে ১৩ জন ফুটবলারকে পাব না। ফলে যতক্ষণ না ফুটবলাররা ফিরছে, ততক্ষণ আমরা কলকাতা লিগে খেলতে পারব না।”

Advertisement

[আরও পড়ুন: রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিক, আল ফাতহে-কে উড়িয়ে দিল আল নাসের]

কলকাতা লিগে খেলা সুহেল ভাট, সুমিত রাঠি, লালরিনলিয়ানা হামতে-সহ চার ফুটবলার আপাতত ভুবনেশ্বের জাতীয় শিবিরে রয়েছেন। ডুরান্ডের পর জাতীয় দলের শিবিরে যাবেন সিনিয়র দলের শুভাশিস বসু, অনিরুধ থাপা, সাহাল আবদুল সামাদের মতো ৯ ফুটবলার। তবে মোহনবাগান সচিবের মন্তব্যের জবাব দিতে নারাজ আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, “মোহনবাগান (Mohun Bagan) এখনও এই বিষয়ে কিছু জানায়নি। আর মোহনবাগান ম্যানেজমেন্ট চিঠি দিয়ে আমাদের বলেছে, আইএফএর সঙ্গে ওদের তরফে ফুটবল সংক্রান্ত আলোচনা করবেন বিনয় চোপড়া। এর বাইরে কে কী বলল, তা নিয়ে প্রতিক্রিয়া দেব না।”

[আরও পড়ুন: ফের ভারত-পাক মহারণ! মেগা ফাইনালের আগে নীরজকে শুভেচ্ছা জানালেন আর্শাদ]

অন্যদিকে, ২৯ জানুয়ারি আর্মি রেডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নারাজ মহামেডান। সেই ম্যাচ পিছিয়ে দিতে ইতিমধ্যে আইএফএ-কে (IFA) চিঠি দিয়েছে ক্লাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement