Advertisement
Advertisement
Mohun Bagan

ডুরান্ড ফাইনালে হার, কলকাতা লিগের খেতাবি লড়াই থেকেও বিদায় মোহনবাগানের

কলকাতা লিগে কাস্টমসের জয়ের ফলে সুপার সিক্স অধরা থাকল সবুজ-মেরুনের জন্য।

Calcutta Football League: Mohun Bagan did not qualify for CFL Super Six
Published by: Arpan Das
  • Posted:August 31, 2024 8:39 pm
  • Updated:August 31, 2024 10:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জয় পেয়েছে ক্যালকাটা কাস্টমস। ২-০ গোলে ম্যাচ জেতে তারা। তার ফলে এবারের কলকাতা লিগে খেতাবি লড়াই থেকে ছিটকে গেল মোহনবাগান। তাদের গ্রুপে প্রথম তিনে থাকল ভবানীপুর ক্লাব, ইস্টবেঙ্গল ও ক্যালকাটা কাস্টমস।

কলকাতা লিগে আগের ম্যাচে রেলওয়ের বিরুদ্ধে ৮-১ গোলে ম্যাচ জিতেছিল সবুজ-মেরুন। কিন্তু তার আগের ম্যাচেই কাস্টমসের সঙ্গে ড্র করেছিলেন সুমিত রাঠিরা। এবারের ঘরোয়া লিগে সেভাবে ধারাবাহিক ফুটবল খেলতে পারেনি মোহনবাগান। সুপার সিক্সের জন্য লড়াইয়ে এসে তার খেসারত দিতে হল। গ্রুপ বি-তে তারা দাঁড়িয়ে আছে পঞ্চম স্থানে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সবুজ-মেরুনের।

Advertisement

[আরও পড়ুন: কোচের ভুল নাকি ক্লান্তি, কোন পাঁচ কারণে ডুরান্ড ফাইনাল হারল মোহনবাগান?]

যদিও দুটি ম্যাচ কম খেলেছে ডেগি কার্ডোজোর ছেলেরা। কিন্তু কোনও ভাবেই এই গ্রুপে প্রথম তিনে থাকতে পারবে না তারা। এদিন কাস্টমস জেতায় তাদের পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ২৪। মোহনবাগান যদি পরের দুটি ম্যাচও জেতে তাহলেও খেতাবি লড়াইয়ে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ২২। এই গ্রুপে শীর্ষে রয়েছে ভবানীপুর। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। এক ম্যাচ কম খেলে তাদেরও পয়েন্ট ৩১। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তারা ভবানীপুরের পিছনে রয়েছে। উল্লেখ্য দুটি গ্রুপের প্রথম তিনটি দল নিয়ে হবে সুপার সিক্স।

[আরও পড়ুন: প্যারালিম্পিক শুটিংয়ে ফের পদক ভারতের, এবার ব্রোঞ্জ পেলেন রুবিনা ফ্রান্সিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement