Advertisement
Advertisement

Breaking News

Calcutta Football League

সুপার সিক্সের অভিযান শুরু মহামেডানের, কলকাতা লিগে ভরসা তারুণ্যেই

সুপার সিক্সের প্রথম রাউন্ডে ইসরাফিল দেওয়ানদের প্রতিপক্ষ ভবানীপুর।

Calcutta Football League: Mohammedan SC to start super six in CFL

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 11, 2024 1:12 pm
  • Updated:September 11, 2024 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র দল যখন আইএসএল খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই বুধবার কলকাতা লিগে (Calcutta Football League) সুপার সিক্সে যাত্রা শুরু করতে চলেছে মহামেডান (Mohammedan SC)। সুপার সিক্সের প্রথম রাউন্ডে ইসরাফিল দেওয়ানদের প্রতিপক্ষ ভবানীপুর।

গত তিন মরশুম টানা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলেও এবার ঘরোয়া লিগে খুব ভালো অবস্থা নয় মহামেডানের। সুপার সিক্সে উঠে এলেও গ্রুপ এ-তে তৃতীয় হয়েছে হাকিম সেগেন্ডোর ছেলেরা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্যদিকে এই গ্রুপে শীর্ষে থাকা ডায়মন্ডহারবার তাদের থেকে ১৩ পয়েন্ট বেশি পেয়েছে। এমনকী প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলেতে আসা সুরুচি সংঘের সংগ্রহ ১২ ম্যাচে ২৪ পয়েন্ট। যা মহামেডানের থেকে পাঁচ পয়েন্ট বেশি।

Advertisement

[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে রাজনীতি হয়েছে! পিটি উষার বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

এমন পরিস্থিতি থেকে এবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে গেলে, সুপার সিক্সে দারুণ কিছু করতে হবে সাদা-কালো ব্রিগেডের তরুণ ফুটবলারদের। যদিও অভিজ্ঞ ফুটবলার তন্ময় ঘোষ, সজল বাগদের সুপার সিক্সের আগেই ছেড়ে দিয়েছে তারা। অভিজ্ঞ ফুটবলার বলতে রয়েছেন দীপু হালদার। অন্যদিকে সুপার সিক্সে উঠে আসা ভবানীপুর এবার দারুণ ছন্দে রয়েছে। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে গ্রুপ বি-থেকে সুপার সিক্সে উঠে এসেছে তারা। গ্রুপ পর্বে তারা একটি মাত্র ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। একটিতে ড্র করেছে। গোলের মধ্যে রয়েছেন জিতেন মুর্মূ। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল ম্যাচ হারলেও সুপার সিক্সে আর হারের পুনরাবৃত্তি চান না ভবানীপুর কোচ সৈয়দ রমন।

[আরও পড়ুন: ভারতীয় টেবিল টেনিসে ইন্দ্রপতন, প্রয়াত টিটি-র ‘দ্রোণাচার্য’ জয়ন্ত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement