ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র দল যখন আইএসএল খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই বুধবার কলকাতা লিগে (Calcutta Football League) সুপার সিক্সে যাত্রা শুরু করতে চলেছে মহামেডান (Mohammedan SC)। সুপার সিক্সের প্রথম রাউন্ডে ইসরাফিল দেওয়ানদের প্রতিপক্ষ ভবানীপুর।
গত তিন মরশুম টানা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলেও এবার ঘরোয়া লিগে খুব ভালো অবস্থা নয় মহামেডানের। সুপার সিক্সে উঠে এলেও গ্রুপ এ-তে তৃতীয় হয়েছে হাকিম সেগেন্ডোর ছেলেরা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্যদিকে এই গ্রুপে শীর্ষে থাকা ডায়মন্ডহারবার তাদের থেকে ১৩ পয়েন্ট বেশি পেয়েছে। এমনকী প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলেতে আসা সুরুচি সংঘের সংগ্রহ ১২ ম্যাচে ২৪ পয়েন্ট। যা মহামেডানের থেকে পাঁচ পয়েন্ট বেশি।
এমন পরিস্থিতি থেকে এবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে গেলে, সুপার সিক্সে দারুণ কিছু করতে হবে সাদা-কালো ব্রিগেডের তরুণ ফুটবলারদের। যদিও অভিজ্ঞ ফুটবলার তন্ময় ঘোষ, সজল বাগদের সুপার সিক্সের আগেই ছেড়ে দিয়েছে তারা। অভিজ্ঞ ফুটবলার বলতে রয়েছেন দীপু হালদার। অন্যদিকে সুপার সিক্সে উঠে আসা ভবানীপুর এবার দারুণ ছন্দে রয়েছে। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে গ্রুপ বি-থেকে সুপার সিক্সে উঠে এসেছে তারা। গ্রুপ পর্বে তারা একটি মাত্র ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। একটিতে ড্র করেছে। গোলের মধ্যে রয়েছেন জিতেন মুর্মূ। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল ম্যাচ হারলেও সুপার সিক্সে আর হারের পুনরাবৃত্তি চান না ভবানীপুর কোচ সৈয়দ রমন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.