Advertisement
Advertisement

Breaking News

মিনি ডার্বিতে মহামেডানের কাছে হার, সুপার সিক্সের শুরুতেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল

চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের এই প্রথম হার।

Calcutta Football League: Mdsc beats East Bengal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2023 5:09 pm
  • Updated:September 20, 2023 5:13 pm

মহামেডান: ২ (ডেভিড ২)
ইস্টবেঙ্গল: ১ (নন্দকুমার)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্সের শুরুতেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। মিনি ডার্বিতে লাল-হলুদ শিবিরকে ২-১ গোলে হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং।

বুধবারের মিনি ডার্বিতে নামার আগে দুর্দান্ত ছন্দে ছিল মহামেডান (Mohammedan SC)। সুপার সিক্সের প্রথম ম্যাচেই তারা জিতেছিল বিরাট ব্যবধানে। সাদা-কালো ব্রিগেডের সেই ছন্দই যেন দেখা গেল ইস্টবেঙ্গল ম্যাচের প্রথমার্ধে। একেবারে শুরু থেকে একের পর এক আক্রমণ তুলে এনে লাল-হলুদ শিবিরকে একপ্রকার ছিন্নভিন্ন করল মহামেডান। যার ফলও মিলল প্রথমার্ধেই। ডেভিডের জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে গেল তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: এশিয়া কাপ জিতেও ছুটি নেই, মার্সিডিজ থামিয়ে ভোররাতে ভক্তদের সঙ্গে সেলফি রোহিতের]

চলতি কলকাতা লিগে দারুণ ফর্মে ডেভিড। ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে নামার আগে ১৫ গোল করেছিলেন তিনি। এদিন আরও দুই গোল করলেন তিনি। তবে দ্বিতীয়ার্ধের খেলার গতি খানিক পালটায়। আগের থেকে অনেক বেশি সুগঠিত দেখাল ইস্টবেঙ্গলকে। যার ফলস্বরূপ বেশ কয়েকটি আক্রমণ তুলে আনল তারা। যার ফল মিলল ৫৮ মিনিটে। নন্দকুমারের পেনাল্টি থেকে এক গোল শোধও করে লাল-হলুদ শিবির। তারপরও বেশ কয়েকটি আক্রমণ উঠে এসেছিল। কিন্তু আর কাজের কাজ হয়নি। খেলা শেষ হল ২-১ গোলেই।

[আরও পড়ুন: ICC World Cup 2023: প্রকাশ্যে বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম, প্রীতমের সুরে রণবীরের নাচে জমজমাট ভিডিও]

এই জয়ের ফলে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভাল জায়গায় পৌঁছে গেল মহামেডান। গ্রুপ পর্বে তারা পেয়েছিল ২৯ পয়েন্ট। সুপার সিক্সে দুই ম্যাচই জিতল তারা। অন্যদিকে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে পেয়েছিল ৩০ পয়েন্ট। তারা সুপার সিক্সের প্রথম ম্যাচেই হারল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement