Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

কলকাতা লিগে আরও হতাশা, এবার কালীঘাট এসএলের কাছেও হার মোহনবাগানের

কলকাতা লিগে সবুজ-মেরুনের সুপার সিক্সে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আগেই।

Calcutta Football League: Kalighat SL beats Mohun Bagan in CFL
Published by: Arpan Das
  • Posted:September 5, 2024 5:09 pm
  • Updated:September 5, 2024 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আগেই। যদিও তার পর লখনউয়ে গিয়ে ডার্বি জিতে এসেছে মোহনবাগান। কলকাতা লিগের বাকি ম্যাচে আরও উজ্জীবিত হয়ে নামবেন সবুজ-মেরুনের ফুটবলাররা, তেমনটাই আশা করেছিলেন অনেক। কিন্তু সেটা আর হল কোথায়! কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছেও ২-১ গোলে হেরে গেল ডেগি কার্ডোজোর দল।

কলকাতা লিগে এবার একেবারেই প্রত্যাশামতো খেলতে পারেনি মোহনবাগান। কোনও ম্যাচ জিতেছে বিরাট ব্যবধানে, আবার অনেক সহজ ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। সব মিলিয়ে সিএফএল সফরটা রোলার কোস্টার ছিল সুমিত রাঠিদের জন্য। এদিনও সেরকমই একটা দিন অপেক্ষা করেছিল ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে।

Advertisement

[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকের প্রতিযোগীকে পুড়িয়ে মারল প্রেমিক, ঘটনার নৃশংসতায় চাঞ্চল্য ক্রীড়ামহলে]

এদিন শুরুতেই ধাক্কা খায় সবুজ-মেরুন। ৩৫ মিনিটে হোরামের গোলে এগিয়ে যায় কালীঘাট। অভয়ের ফ্রিকিক থেকে যখন হোরাম জালে বল জড়াচ্ছেন, তখন কোনও মোহনবাগান ডিফেন্ডার তাঁকে সেভাবে মার্কই করতে পারলেন না। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় তাঁরা। কালীঘাটের গোলকিপার হাওকিপ পেনাল্টি বক্সের মধ্যে বল বিপদ থেকে মুক্ত করতে পারেননি। সেই সুযোগে গোলের কাছে পৌঁছে যান এনসন সিং। কিন্তু তাঁকে অত্যন্ত বিশ্রীভাবে ফাউল করেন কালীঘাট এসএলের ডিফেন্ডার। সেখান থেকে পেনাল্টিতে গোল করে যান আদিল আবদুল্লা।

[আরও পড়ুন: চরিত্র পবিত্র হলে…! বিজেপির টিকিট না পেয়ে ফুঁসে উঠলেন যোগেশ্বর দত্ত]

স্বাভাবিকভাবেই আশা করা গিয়েছিল এবার হয়তো জেতার জন্য মরিয়া হয়ে উঠবে সবুজ-মেরুন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল অন্য ছবি। ৭০ মিনিটে ফের গোল কালীঘাট এসএলের। সৈকতের দুরন্ত শটেই শেষ হয়ে যায় মোহনবাগানের জয়ের আশা। শেষ পর্যন্ত ফলাফল থাকে কালীঘাটের পক্ষে ২-১। ডার্বিজয়ের পরের ম্যাচই হারের সাক্ষী থাকতে হল মোহনবাগানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement