সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৩৯। যে বয়সে অধিকাংশ ফুটবলার চলে যান বাতিলের খাতায়। তিনি এখনও লড়ে চলেছেন। এবং এখনও জিতে চলেছেন। কেরিয়ারের সায়াহ্নে এসে আরও এক চমক দেওয়ার পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! বিশ্ব ফুটবলে গুজব, সৌদির আল নাসের ছেড়ে রোনাল্ডো ফিরতে পারেন ইউরোপে। তাও আবার বুন্দেশলিগার চ্যাম্পিয়নদের হয়ে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর মানলে, দুর্দান্ত ফর্মে থাকা জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের (Bayer Leverkusen) কোচ জাবি অ্যালঞ্জো নাকি রোনাল্ডোকে সই করাতে চান। আসলে কয়েক বছর আগে জাবি বলেছিলেন, তাঁর দলে রোনাল্ডোর মতো একজন ফুটবলার থাকাটা স্বপ্নের মতো। এ বছর তিনি বায়ারকে বুন্দেসলিগা (Bundesliga) চ্যাম্পিয়ন করেছেন। তাঁর দল ইউরোপা লিগের ফাইনাল খেলছে। এ হেন কোচ পরের মরশুমে রোনাল্ডোকে সই করাতে চান বলে খবর। তিনি নাকি ক্লাব কর্তাদের জানিয়েও দিয়েছেন, সম্ভব হলে রোনাল্ডোকে সই করাতে হবে। যদিও রোনাল্ডোর তরফে এ নিয়ে ইতিবাচক কোনও খবর এখনও মেলেনি।
রোনাল্ডো ভক্তরা এখন হয়তো হিসাব কষা শুরু করেছেন, প্রিয় তারকাকে আর কতদিন খেলার মাঠে দেখা যাবে। ২০২৩ সালের শুরুতেই আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। আড়াই বছরের চুক্তিতে সৌদির ক্লাবে যান ক্রিশ্চিয়ানো। সে চুক্তি শেষ হওয়া অনেক দেরি। এর মাঝে আবার ২০২৪ সালে ইউরো কাপ হওয়ার কথা। তাতে হয়তো খেলবেন ক্রিশ্চিয়ানো। ফুটবল মহলে জল্পনা, ২০২৬ বিশ্বকাপের দিকে নজরে রেখে ফের ইউরোপের প্রথম সারির ফুটবলে ফিরতে চাইবেন রোনাল্ডোও। সেক্ষেত্রে ইউরোর পরই তাঁর নতুন ক্লাবে সই করার ব্যাপারটা চূড়ান্ত হয়ে যেতে পারে।
অতএব, ২০২৬ বিশ্বকাপেও (FIFA World Cup) কি দেখা যাবে রোনাল্ডোকে! আশায় বুক বাঁধতেই পারেন ভক্তরা। গত বছরই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, “যতদিন আমার এই পা জীবিত থাকবে, ততদিন আমি খেলে যেতে চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.