Advertisement
Advertisement
Qatar football world cup

বিশৃঙ্খলা রুখতে কড়া সিদ্ধান্ত, উগ্র সমর্থকদের কাতার বিশ্বকাপে নির্বাসিত করল ব্রিটিশ প্রশাসন

নির্বাসনের তালিকায় রয়েছে ১৩০৮ জনের নাম।

British administration expels 'ultras' from Qatar football world cup | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 10, 2022 2:48 pm
  • Updated:October 10, 2022 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠে দর্শক হাঙ্গামার ঘটনা ক্রমশ বাড়ছে। সামনের মাসেই কাতারে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার আগে ইন্দোনেশিয়া কিংবা আর্জেন্টিনায় ফুটবল দাঙ্গায় দর্শক-সমর্থকদের প্রাণহানি উদ্বেগ বাড়িয়েছে ফিফার (FIFA)। ফুটবল মাঠে বিপর্যয়ের কথা মাথায় রেখে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ব্রিটেন সরকার। ১৩০০-র বেশি উগ্র উশৃঙ্খল ফুটবল সমর্থক, যারা অতীতে মাঠ কিংবা স্টেডিয়াম চত্বরে হিংসাত্মক ও অপরাধমূলক ঘটনায় জড়িত, তাদের কাতার বিশ্বকাপে নির্বাসনের সিদ্ধান্ত নিল ব্রিটেনের প্রশাসন। ফলে নির্বাসিত সমর্থকদের কেউ বিশ্বকাপ দেখতে যেতে পারবেন না কাতারে। নির্বাসিতদের পাসপোর্ট পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মভঙ্গ করলে ছ’মাসের জেল কিংবা বড় অঙ্কের জরিমানা হতে পারে। ফুটবল মাঠে ক্রমবর্ধমান হিংসাত্মক ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ব্রিটেনের হোম সেক্রেটারি সুয়েলা ব্রেভারম্যান।

ব্রিটিশ মিডিয়া সূত্রে খবর, নির্বাসনের তালিকায় রয়েছে ১৩০৮ জনের নাম। নভেম্বরের শেষে শুরু বিশ্বকাপ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। যাদের নাম এই তালিকাভুক্ত, তাদের প্রত্যেকেরই কোনও না কোনওভাবে অতীতে গ্যালারি কিংবা মাঠের বাইরে বিশৃঙ্খলার সঙ্গে নাম জড়িত। বিশ্বকাপ চলাকালীন কাতারে যাতে তাদের মাধ্যমে এমন কোনও বিশঙ্খলা তৈরি না হয়, তা সুনিশ্চিত করতে তৎপর ব্রিটেনের পুলিশ প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: ক্যাসিয়াস সমকামী? কার্লোস পুওলও! টুইট নিয়ে বিতর্ক দানা বাঁধতেই মুখ খুললেন দুই তারকা]

হোম সেক্রেটারি ব্রেভারম্যান জানিয়েছেন, “কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) সুষ্ঠভাবে সম্পন্ন হোক, আমরা সেটাই চাই। কিছু মুষ্টিমেয় আইনভঙ্গকারী, যারা এই সুন্দর টুর্নামেন্টে সমস্যা তৈরি করতে পারে, তাদের বিশ্বকাপে যাওয়া থেকে আমরা বিরত করতে তৎপর।” সিদ্ধান্ত গ্রহণের আগে পরিসংখ্যানের সাহায্য নিয়েছে ব্রিটিশ প্রশাসন। গত মরশুম থেকে এযাবৎ পর্যন্ত ৩০১৯ ম্যাচে ১৬০৯টি বিশৃঙ্খলার ঘটনা নজরে পড়েছে পুলিশের।

বিশ্বকাপের আসরে দর্শক নির্বাসনের ঘটনা ফুটবলে নতুন নয়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ২২০০ ইংরেজ সমর্থককে নির্বাসিত করা হয়েছিল। রাশিয়া বিশ্বকাপে সংখ্যা ছিল ১২০০। গতবছর ওয়েম্বলিতে ইউরো কাপের পর দর্শক হাঙ্গামার ঘটনা ঘটেছিল। সেসব থেকে শিক্ষা নিয়েই কাতার বিশ্বকাপের আগে কঠোর অবস্থান নিল ব্রিটিশ প্রশাসন।

[আরও পড়ুন: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় আটক সুকান্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement