Advertisement
Advertisement
Brazil vs Argentina

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি

ভাইরাল মারামারির ভিডিও।

Brazil vs Argentina World Cup qualifier: Messi walks off in protest | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 22, 2023 10:03 am
  • Updated:November 22, 2023 10:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মারাকানা স্টেডিয়াম। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সামাল দিতে বাধ্য হয়ে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। বিশৃঙ্খলার প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি (Lionel Messi)।

ঠিক কী ঘটেছে? বুধবার রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারে (2026 World Cup Qualifier) মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর আগেই দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরের দিকে ননা জিনিসপত্র ছুড়তে শুরু করে তারা। যা দেখে হতবাক হয়ে যান দু’দেশের ফুটবলাররাই। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে আসরে নামে পুলিস। শুরু হয় লাঠিচার্জ। যার জেরে দু’দলেরই বহু সমর্থক আহত হন। সেই ঘটনার ছবি ও ভিডিও দাবানলের মতো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

Advertisement

[আরও পড়ুন: টি-২০ থেকে ইতি রোহিতের? ওয়ানডে ভবিষ্যৎই বা কী? শীঘ্রই বোর্ডের সঙ্গে বৈঠকে অধিনায়ক]

এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিরক্ত মুখে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। আর্জেন্টিনা সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করে তিনি বলে দেন, ‘‘আমরা খেলব না। আমরা বেরিয়ে যাচ্ছি।’’ ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ।

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আধ ঘণ্টা পর আর্জেন্টিনার ফুটবলাররা আবার মাঠে নামেন। সকাল সাড়ে ৬টা নাগাদ শুরু হয় খেলা। ঘরের মাঠেই ব্রাজিলকে ১-০ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে গোল করেন নিকোলাস ওটামেন্ডি। আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে ব্যর্থ হন সেলেকাওরা। তার উপর ৮১ মিনিটে লাল কার্ড দেখেন ব্রাজিলের জোলিন্টন। সবমিলিয়ে ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড।

[আরও পড়ুন: আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে নিষিদ্ধ রূপান্তরকামী খেলোয়াড়, বড় সিদ্ধান্ত আইসিসির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement