স্টাফ রিপোর্টার: ইতিহাস তৈরি করে মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই সেরার খেতাব অর্জন করেছে ভবানীপুর (Bhawanipore FC )। ভারত থেকেও এই প্রতিযোগিতায় প্রথম দল হিসাবে অংশ নিয়েছিল ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমি। সেই চ্যাম্পিয়ন দল দেশে ফিরতেই তাঁদের সংবর্ধনা দেওয়া হল ভবানীপুর ক্লাবের তরফে।
গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় শুরু হয়েছিল লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট (La Liga youth tournament)। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, তাইওয়ানের সেরা দল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। সেখানে সেরার সেরা হয়েছে ভবানীপুরের খুদেরা। সোমবার রাতেই দেশে ফিরেছে ক্লাবের খুদে সদস্যরা। তাঁদের মঙ্গলবার ক্লাব চত্বরে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সচিব সৃঞ্জয় বোস (Srinjoy Bose)।
অনূর্ধ্ব-১৪ বছর বয়সিদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় রবিবার ফাইনালে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমি থাইল্যান্ডের দল ভাচিলারাই ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে দেয়। ফাইনালের গোলদাতা থোকচোম ডেনিস সিং। টুর্নামেন্টের সেরা ফুটবলারও হয়েছে থোকচোম। ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমির এই খুদে ফুটবলার স্পেনে ক্যাম্প স্কলারশিপ প্রোগ্রামে সুযোগ পেয়েছে।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে শুধু ফাইনালই নয়, সারা টুর্নামেন্টেই দাপট দেখিয়েছে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমির ছেলেরা। গ্রুপ পর্বের চারটি ম্যাচে চারটিতেই জয়ী হওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে মোট ২১ গোল দিয়েছে ভারতের ক্লাবটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওলে এফসিকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জুনিয়র হকসকে ১২-০ গোলে হারিয়েছে ভবানীপুর। তৃতীয় ম্যাচে নন্দ ফুটবল অ্যাকাডেমিকে ৪-০ গোলে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা লেস্তার জুনিয়রকে ২-০ গোলে হারায় তারা। গ্রুপ পর্বের পর পরবর্তী পর্যায়েও দুরন্ত ফর্ম দেখিয়েছে ভবানীপুর। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে ডেস্টিনি এফসিকে। ম্যাচের ফলাফল ছিল ৫-০। লেস্তারি জুনিয়রকে সেমিফাইনালে ১-০ হারিয়ে ফাইনালে উঠে আসে তারা। রবিবার ফাইনালে ভাচিলারাই ইউনাইটেডের বিরুদ্ধেও সারা ম্যাচে দাপট দেখিয়েছে থোকচমরা। শেষপর্যন্ত ট্রফি জিতে মেসির স্টাইলে সেলিব্রেশনে মেতে ওঠে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমির খুদে ফুটবলাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.