Advertisement
Advertisement

Breaking News

Bhawanipore

কলকাতা লিগে রানার্সের ট্রফি দেওয়া হল না ভবানীপুরকে, পুরস্কার বিতর্কে জড়াল IFA

ট্রফি দেওয়া প্রসঙ্গে দুঃখপ্রকাশ করেছেন আইএফএ-এর সহ-সভাপতি।

Bhawanipore did not get runners up trophy in Calcutta league | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 2, 2022 12:55 pm
  • Updated:November 2, 2022 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডান (Mohammedan) কলকাতা লিগ চ‌্যাম্পিয়ন হওয়ার দিনই অবাঞ্ছিত বিতর্কে জড়িয়ে পড়ল আইএফএ। বিতর্কের কারণ-কলকাতা লিগজয়ী মহামেডানকে চ‌্যাম্পিয়নের ট্রফি মঙ্গলবার তুলে দেওয়া হলেও রানার্স আপ ভবানীপুরকে কোনও ট্রফিই দেওয়া হল না! পুরস্কার অর্থ, পদক-কিছুই না। এমনকী ডাকাও হল না। কলকাতা লিগ (Calcutta Football League) শেষ করার জন‌্য আইএফএ-কে অনেকেই বাহবা দিচ্ছিলেন। কিন্তু উদ্ভুত এই বিতর্ক যেন এক বালতি দুধে এক ফোঁটা চোনা!

ঠিক কী হয়েছে? ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মঙ্গলবারের ম‌্যাচে নামার আগেই কলকাতা লিগ চ‌্যাম্পিয়ন হয়ে গিয়েছিল মহামেডান। এ দিন ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করার পর বিজয়োৎসবও চলে। কিন্তু তার পরেই বিতর্ক শুরু হয়ে যায়। অভিযোগের একটা কারণ আইএফএ নির্ধারিত ফর্ম‌্যাট। ভবানীপুর (Bhowanipore) চোদ্দোটা ম‌্যাচ খেলে যেখানে রানার্স আপ হয়েছে, সেখানে মাত্র চারটে ম‌্যাচ খেলেই চ‌্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান। আর দুই, মহামেডানকে এ দিন চ‌্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হলেও ভবানীপুরকে রানার্স আপ ট্রফি, পদক বা পুরস্কার অর্থ-কিছুই দেওয়া হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘রাতের অন্ধকারে বেরিয়ে ওরা বার্গার, পিজ্জা খায়’, পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সরব আফ্রিদি]

এই প্রসঙ্গে ভবানীপুরের শীর্ষকর্তা সৃঞ্জয় বোস বলছিলেন, ‘‘সম্পূর্ণ মিসম‌্যানেজমেন্ট আমি বলব। আইএফএ-কে এ ভাবে অপমান করার অধিকার কেউ দেয়নি। আইএফএ সব সময় বলে, পেরেন্ট বডিকে সম্মান করা উচিত। কিন্তু সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। এ জিনিস কখনও হয়েছে বলে আমার মনে পড়ে না।’’ ভবানীপুর কোচ রঞ্জন চৌধুরী আবার বললেন, ‘‘এটা পুরোপুরি কর্তাদের ব‌্যাপার। ওঁরাই যা বলার বলবেন। আমি টেকনিক‌্যাল দিকটা নিয়ে বলতে পারি। আমার বক্তব‌্য হল, আমরা চোদ্দোটা ম‌্যাচ খেলে রানার্স হলাম। আর মহামেডান চারটে ম‌্যাচ খেলে চ‌্যাম্পিয়ন। এটা কি অসম প্রতিযোগিতা হয়ে গেল না? আর আমাদের ছেলেদের যদি আজ ডাকা হত, পুরস্কার দেওয়া হত, ওরাও উৎসাহিত হত।’’

আইএফএ– তারা কী বলছে? আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছিলেন, ‘‘কলকাতা লিগের অন‌্যান‌্য ডিভিশনের খেলা শেষ হোক, তার পর চ‌্যাম্পিয়ন আর রানার্স টিমগুলোকে পুরস্কৃত করা হবে।’’ তা হলে মহাডেমানের ক্ষেত্রে ব‌্যতিক্রম কেন? এবার অনির্বাণের উত্তর, ‘‘যেহেতু মহামেডান আজ চ‌্যাম্পিয়ন হয়েছে, প্লাস ওদের শেষ ম‌্যাচও ছিল, তাই আজ ওদের হাতে ট্রফি তুলে দেওয়া হল যাতে সদস‌্য-সমর্থকদের নিয়ে ওরা সেলিব্রেট করতে পারে।’’

আইএফএ সহ সভাপতি সৌরভ পালকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘‘ভবানীপুরের দাবি যুক্তিসঙ্গত। এটা যদি করা যেত তাহলে নিশ্চয়ই ভাল হত। প্রথম কথা হল, ভবানীপুর ক্লাব কোয়ালিফাইং রাউন্ডে চ‌্যাম্পিয়ন ক্লাব। কলকাতা লিগের ফরম‌্যাট দুর্ভাগ‌্যজনক যেখানে চারটে ম‌্যাচ খেলে একটা টিমের চ‌্যাম্পিয়নশিপ নির্ধারিত হচ্ছে। সেটা আইএফএ-র নিয়ম, ডুরান্ড কাপ, নানা সমস‌্যা ছিল। রানার্স ট্রফি তুলে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু আমরা সময়ের অভাবে চ‌্যাম্পিয়ন ও রানার্স টিমকে একসঙ্গে সম্মানিত করে উঠতে পারিনি। এ জন‌্য আমি দুঃখপ্রকাশ করছি। ভবানীপুর ক্লাবকে বলব, কিছু মনে না করতে।’’’ আইএফএ-র আর এক সহ সভাপতি স্বরূপ বিশ্বাস বললেন, ‘‘আজকে শুধুমাত্র চ‌্যাম্পিয়নের টিমে হাতে পুরস্কার তুলে দিয়েছি। আমাদের পরিকল্পনা রয়েছে, সিএফএল শেষ হলে বড় করে যে অনুষ্ঠান হবে সেখানে ভবানীপুরকে যথাযথ সম্মান দিয়ে পুরস্কার, রানার্স ট্রফি তুলে দেওয়া হবে।’’

[আরও পড়ুন: কাতার বিশ্বকাপে বাঙালির প্রিয় মাটন! ফুটবলপ্রেমীর মন জয়ে পাড়ি দিচ্ছে হরিণঘাটার মাংস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement