Advertisement
Advertisement
Mohunbagan

গোল নষ্টের খেসারত, ঘরের মাঠে বেঙ্গালুরুর কাছে হার মোহনবাগানের

প্রথমবার ঘরের মাঠে বেঙ্গালুরুর কাছে হারল সবুজ মেরুন ব্রিগেড।

Bengaluru FC beats ATK Mohunbagan in ISL Match | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 5, 2023 9:24 pm
  • Updated:February 5, 2023 9:36 pm  

বেঙ্গালুরু এফ সি: ২ (জাভি হার্নান্ডেজ, কৃষ্ণ)

মোহনবাগান: ১ (পেত্রাতোস) 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লে অফ নিশ্চিত হয়ে গেলেও ঘরের মাঠে ধাক্কা খেল মোহনবাগান (Mohunbagan)। পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা বেঙ্গালুরুর কাছে হেরে গেল ফেরান্দোর দল। মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় প্রথম ছয়ে ঢুকল সুনীল ছেত্রীর দল। একাধিক গোল নষ্টের খেসারত দিতে হল সবুজ মেরুন ব্রিগেডকে। ঘরের মাঠে প্রথমবার বেঙ্গালুরুর কাছে হারতে হল তাদের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে ম্যাচ বের করে নিয়ে গেল বেঙ্গালুরু (Bengaluru FC)। প্রাক্তনীদের দাপটেই ডুবল পালতোলা নৌকা।  

কার্ড সমস্যায় রবিবারের ম্যাচে খেলতে পারেননি হুগো বুমোস। মাঠে নামতে পারেননি আশিকও। ফলে খানিকটা পিছিয়ে থেকেই ম্যাচ শুরু করে মোহনবাগান। এদিনের ম্যাচে তিন পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল সবুজ মেরুন ব্রিগেডের জন্য। কারণ প্লে অফ নিশ্চিত হলেও, পয়েন্ট তালিকায় কোন জায়গায় শেষ করবে ফেরান্দোর দল,তার উপর নির্ভর করছে ট্রফি জয়ের সম্ভাবনাও। বেঙ্গালুরুকে হারাতে পারলে দলের আত্মবিশ্বাসও বাড়ত। কিন্তু গোলকিপার গুরপ্রীতের অনবদ্য সেভের কাছে আটকে গেল সবুজ মেরুনের যাবতীয় চেষ্টা। 

[আরও পড়ুন: ফেরালেন সৌরভের প্রস্তাব, মহিলা আইপিএলে কোন দলে দেখা যাবে ঝুলনকে?]

রবিবার ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলেছে মোহনবাগান। তিন মিনিটের মাথায় পোস্টের ধার ঘেঁষে বেরিয়ে যায় শুভাশিসের জোরালো শট। একের পর এক গোলমুখী শট সেভ করেন গুরপ্রীত। বল পজেশনেও প্রথম থেকেই এগিয়ে ছিল ফেরান্দোর দল। তবে মাঝমাঠ থেকে একাধিক সু্যোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। মাঠে কার্যত খুঁজেই পাওয়া যায়নি লিস্টনকে। মাঝে কয়েকবার রয় কৃষ্ণদের তরফে আক্রমণের চেষ্টা হলেও গোল করতে পারেনি বেঙ্গালুরু। গোলশূন্যভাবেই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।

হাফটাইমের পরে বেঙ্গালুরুর খেলার ধাঁচই বদলে যায়। প্রথম একাদশের বাইরে থাকা সুনীল ছেত্রী সাইডলাইনের ধার থেকে দলকে উৎসাহ জুগিয়ে যান। প্রথমার্ধের ব্যর্থতা ঝেড়ে ফেলে বেঙ্গালুরু পালটা আক্রমণ শানাতে থাকে মোহনবাগানের বক্সে। সমানে সমানে লড়াই চলতে থাকে দুই দলের মধ্যে। অবশেষে ৭৮ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। রোশনের ক্রস থেকে সোজা গোলে বল জড়িয়ে দেন জাভি হার্নান্ডেজ। ৯০ মিনিটে আবার গোল বেঙ্গালুরুর। প্রীতম কোটাল আর বিশাল কেইথের ভুল বোঝাবুঝির সুযোগ নিলেন রয় কৃষ্ণ।  আলতো করে গোলে বল ঠেলে দেন তিনি। অতিরিক্ত সময়ে ব্যবধান কমান দিমিত্রি পেত্রাতোস। তবে দলের হার বাঁচাতে পারেননি তিনি। 

[আরও পড়ুন: ‘এত গুরুত্বপূর্ণ নয়’, অ্যাকাডেমির জমি দখল নিয়ে পিটি উষার অভিযোগ ওড়াল কেরল সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement