বাংলা-৫ মধ্যপ্রদেশ -০
(রবি-২, নরহরি-২, টোটন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তোষ ট্রফিতে বাংলার (Bengal Football Team) জয়যাত্রা অব্যাহত। দমন ও দাদরাকে পাঁচ গোল দেওয়ার পরে বুধবার মধ্যপ্রদেশকে (Madhya Pradesh) পাঁচ গোলের মালা পরাল বিশ্বজিৎ ভট্টাচার্যের (Biswajit Bhattyacharya) ছেলেরা। রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করেন। একটি গোল করেন টোটন দাস।
হরিয়ানাকে হারিয়ে সন্তোষে বাংলার অভিযান শুরু হয়েছিল। দ্বিতীয় ম্যাচে দমন ও দাদরাকে পাঁচ গোলে মাটি ধরিয়েছিল বাংলা। সন্তোষ ট্রফিতে একদিনে তিনটি খেলা হচ্ছে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচটি ছিল সকাল সাড়ে আটটায়। যে সময়তেই খেলা হোক না কেন, বাংলার খেলায় তার প্রভাব পড়েনি। ম্যাচের স্কোরলাইন দেখেই বোঝা যাচ্ছে গোটা ম্যাচে বাংলার কতটা প্রাধান্য ছিল। প্রথমার্ধে তিনটি গোল দেয় বাংলা। দ্বিতীয়ার্ধে দু’টি গোল।
গ্রুপে আরও দু’টি ম্যাচ বাকি বাংলার। ১৩ তারিখ বাংলার সামনে ছত্তিশগড়। আর ১৫ জানুযারি বাংলার প্রতিপক্ষ মহারাষ্ট্র। দুটো ম্যাচই দুপুর সাড়ে তিনটেয়। বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ”বাকি দু’টি ম্যাচে আমাদের জিততে হবে।”
সন্তোষ ট্রফির ক্রীড়াসূচি থেকে মাঠ সমস্যা নিয়ে অভিযোগ করেছেন বাংলা কোচ। এদিনের খেলা সকাল সাড়ে আটটায় দেওয়া প্রসঙ্গে বিশ্বজিৎ বলছেন, ”স্কুল গেমসে এরকম সকাল সাড়ে আটটায় খেলা দেওয়া হয় বলে শুনেছি। সন্তোষ ট্রফির মতো টুর্নামেন্টে যা সূচি করা হয়েছে, তাতে ভাল ফুটবল কীভাবে সম্ভব তা আমার বোধগম্য হচ্ছে না। যেমন তেমন করে টুর্নামেন্ট শেষ করে দিতে চাইছে।” রেফরিং নিয়েও অভিযোগ জানান বাংলা কোচ।
এত রকম প্রতিবন্ধকতার মধ্যেও বাংলা এগিয়ে চলেছে সন্তোষ। অনেক অসন্তোষের মধ্যেও সন্তোষ বাংলা শিবিরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.