Advertisement
Advertisement
BC Roy Trophy

ওড়িশাকে উড়িয়ে বিসি রায় ট্রফি চ্যাম্পিয়ন বাংলা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

এই নিয়ে ১৮ তম বি সি রায় ট্রফি জয় বাংলার।

Bengal beats Odisha to win BC Roy Trophy
Published by: Arpan Das
  • Posted:August 13, 2024 11:09 am
  • Updated:August 13, 2024 12:19 pm  

স্টাফ রিপোর্টার : ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে বি সি রায় ট্রফি (BC Roy Trophy) জিতল বাংলার ছেলেরা। এই নিয়ে ১৮ তম বি সি রায় ট্রফি জয় বাংলার। টুর্নামেন্টে অপরাজিত থেকেই প্রতিযোগিতায় জয় ফাল্গুনী দত্তর ছেলেদের। দীর্ঘদিন পর জাতীয় স্তরে এমন প্রাধান্য নিয়ে খেলে কোনও প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হল তারা। এদিন ফাইনালে জোড়া গোল করেন শুভদীপ সর্দার। সেমিফাইনালেও তাঁর পা থেকে গোল এসেছিল। প্রতিযোগিতায় পাঁচটি গোল করলেন এই বাঙালি স্ট্রাইকার। এই জয়ের পর বাংলা দলের কোচ, ফুটবলার, কর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের এই বাংলা দলে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি থেকে ছয় জন ফুটবলার ছিলেন। যাঁদের মধ্যে পাঁচজন প্রথম একাদশের।
মুখ্যমন্ত্রী একই সঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির কোচ, কর্তা ও এই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত সকল সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও বাংলা দল ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির কোচ, কর্তা, সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। বাংলা কোচ ফাল্গুনী দত্ত বলছিলেন, “দলে যে কটা ছেলেকে পেয়েছি তারা প্রত্যেকে ভালো ফুটবল খেলার ক্ষমতা রাখে। এই প্রতিযোগিতায় প্রত্যেকে তা প্রমাণ করে দিয়েছে।”

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বিশেষ সাক্ষাৎ, ভারতীয় অলিম্পিক অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী]

বাংলার বয়স ভিত্তিক দলের কোচ হিসাবে প্রথমবার দল নিয়ে গিয়েছিলেন ফাল্গুনী। প্রথমবার কোচের দায়িত্ব পেয়েই চ্যাম্পিয়ন হয়ে খুশি এই প্রাক্তন ফুটবলার। বাংলার জয়ের পরই আইএফএ সচিব অনির্বাণ দত্ত ফোনে কোচ ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন। ছত্রিশগড় থেকে ট্রফি নিয়ে কলকাতায় ফিরছে মঙ্গলবার রাতে। চ্যাম্পিয়ন হওয়া বাংলা দলে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি থেকে ছিলেন অর্ণব রায়, সমীর সর্দার, ঠাকুরদাস হাঁসদা, দেবজিৎ দত্ত, ফাইনালের গোলদাতা শুভদীপ সর্দার ও রুদ্রনীল সাদা। ২০০৩ বাংলা শেষবার জিতেছিল এই প্রতিযোগিতা।

Advertisement

[আরও পড়ুন: মঙ্গলে ভাগ্য নির্ধারণ ভিনেশের, হারানো রুপো ফিরে পাবেন ভারতীয় কুস্তিগির?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement