Advertisement
Advertisement

Breaking News

Bayer Leverkusen

জাবি মন্ত্রে থেমে গেল বায়ার্ন আধিপত্য, বুন্দেশলিগায় প্রথমবার চ্যাম্পিয়ন লেভারকুসেন

১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেশলিগা জয় করে আনন্দে আত্মহারা বায়ার লেভারকুসেন।

Bayer Leverkusen wins their first bundesliga title
Published by: Arpan Das
  • Posted:April 15, 2024 9:44 am
  • Updated:April 15, 2024 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২০ বছরের অপেক্ষার অবসান। ইতিহাসে প্রথমবার বুন্দেশলিগা (Bundesliga) ট্রফি জিততে বায়ার লেভারকুসেনের (Bayer Leverkusen) লেগে গেল এক শতাব্দীরও বেশি সময়। টানা ১১ মরশুম জার্মান সেরা হওয়ার পর থামল বায়ার্ন মিউনিখের (Bayern Munich) জয়রথ। শনিবার ওয়ার্ডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম বুন্দেশলিগা ট্রফি ছিনিয়ে নেয় লেভারকুসেন।

অথচ ১৮ মাস আগেও ছবিটা ছিল অন্যরকম। গত মরশুমের আগে প্রায় অবনমনের আওতায় চলে গিয়েছিল জার্মানির ক্লাব। সেখান থেকে এক রূপকথার প্রত্যাবর্তন ঘটল জাবি আলন্সোর (Xabi Alonso) অধীনে। যিনি এককালে বায়ার্ন মিউনিখেও খেলেছেন। তার আগে প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডারের সেভাবে কোচিংয়ের অভিজ্ঞতা ছিল না। কিন্তু তাঁর জাদুকাঠির স্পর্শেই ঘুরে দাঁড়াল লেভারকুসেন। পাঁচ ম্যাচ বাকি থাকতেই জার্মানি সেরা হলেন বনিফেস, জাকারা।

Advertisement

[আরও পড়ুন: চেন্নাই দলে ফিরছেন পূজারা? নয়া বার্তায় উসকে দিলেন জল্পনা]

সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় ফুটবল জনতার কাছে। কারণ টানা ১১ বছর ধরে বুন্দেশলিগায় একচ্ছত্র রাজত্ব করেছে বায়ার্ন মিউনিখ। কখনও ডর্টমুন্ড, কখনও লিপজিগ লড়াই করলেও শেষ পর্যন্ত খেতাব জিতেছেন ম্যানুয়েল নয়্যাররা। সেই হিসেবটাই বদলে দিলেন জাবি আলন্সো। ব্রেমেনকে হারিয়ে ২৯ ম্যাচে তাঁদের পয়েন্ট দাঁড়াল ৭৯। যেখানে সমসংখ্যক ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৩। ব্রেমেনের বিরুদ্ধে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছিল লেভারকুসেন। ২৫ মিনিটে পেনাল্টি থেকে তাঁদের এগিয়ে দেন ভিক্টর বনিফেস। ৬০ মিনিটে গ্রানিট জাকা দ্বিতীয় গোল করতেই জয় নিশ্চিত হয়ে যায়। তার পর হ্যাটট্রিক করেন ফ্লোরিয়ান উইটজ।

[আরও পড়ুন: ৪২- এও ছক্কার হ্যাটট্রিক, আইপিএলে নয়া নজিরের মালিক ধোনি]

এর আগেও বুন্দেশলিগা জেতার সুযোগ এসেছিল লেভারকুসেনের কাছে। ২০০০ সালে লিগের শেষ ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হতে পারত তারা। কিন্তু হেলায় সেই সুযোগ হারায় লেভারকুসেন। যে কারণে তাদের ‘নেভারকুসেন’ বলেও কটাক্ষ করা হত। এদিন ম্যাচ জেতার পর সমর্থকরা মাঠে নেমে পড়েন। জড়িয়ে ধরেন প্রিয় ফুটবলারদের। ১২০ বছরের ইতিহাস বদলে যাওয়ার সাক্ষী হওয়ার সুযোগ ছাড়লেন না লেভারকুসেন সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement