Advertisement
Advertisement

Breaking News

নাটকীয়তায় মোড়া ইউরোপা লিগের ম্যাচ, ন্যু ক্যাম্পে বার্সা-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ ড্র

২৩ ফেব্রুয়ারি ফের মুখোমুখি হবে দু' দল। খেলা হবে ওল্ড ট্র্যাফোর্ডে।

Barcelona vs Manchester United match ends in a draw । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 17, 2023 12:49 pm
  • Updated:February 17, 2023 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্সেলোনা ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Barcelona vs Manchester United) ইউরোপা লিগের ম্যাচের ফলাফল ২-২। ম্যাচের রেজাল্ট থেকে অনেকেরই মনে হতে পারে সাধারণ একটা ড্র ম্যাচ। এর বেশি কিছু নেই। ম্যাচের স্কোরলাইন দেখলে দেখা যাবে চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু বার্সা ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ চরম নাটকীয়তায় পূর্ণ ছিল। ছিল টেনশনও। রক্তের গতিও মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু দিনের শেষে ম্যাচটা ২-২  গোলে শেষ হল। জিতল না বার্সা। হারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। চার-চারটে গোল হল ম্যাচে।  প্রথম সাক্ষাতে দু’ দলের খেলার মীমাংসা না হওয়ায় ২৩ ফেব্রুয়ারি ফের মুখোমুখি হবে দু’ দল। সেই ম্যাচ হবে ওল্ড ট্র্যাফোর্ডে। সেই সাক্ষাতে কোন দল জেতে, তার অপেক্ষায় থাকবে বার্সা ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকরা। 

[আরও পড়ুন: স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের, ইস্তফা দিলেন নির্বাচকপ্রধান চেতন শর্মা]

 

ন্যু ক্যাম্পে প্রথমার্ধে দু’ দলের কেউই গোল করতে না পারলেও, গোলের সুযোগ তৈরি হয়েছিল একাধিক। বার্সার গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন প্রাচীর হয়ে না দাঁড়ালে আরও আগেই হয়তো গোল হজম করত ক্যাটালান ক্লাব। র‌্যাশফোর্ড (Marcus Rashford) ও ওয়েগহর্স্টের প্রচেষ্টা ব্যর্থ করেন বার্সা গোলকিপার লেওয়নডস্কি ও জর্ডি আলবা সুযোগ কাজে লাগাতে পারেননি। 

Advertisement

বিরতির পর ৫০ মিনিটে বার্সেলোনা এগিয়ে যায় গোল করে। মার্কোস অ্যালোনসো (Marcos Alonso) গোল করেন রাফিনিয়ার কর্নার থেকে। এর ঠিক দু’ মিনিট পরই র‌্যাশফোর্ড সমতা ফেরান। সাত মিনিট পরে ফের এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার। এবার শর্ট কর্নার থেকে র‌্যাশফোর্ড শরীরের দোলায় বার্সার এক ফুটবলরাকে ফাঁকি দিয়ে শট নিয়েছিলেন। সেই শট জুলস কুন্দের (Jules Kounde) গায়ে লেগে বার্সার জালে জড়িয়ে যায়। বার্সা সমতা ফেরায় ৭৬ মিনিটে। গোলটি করেন রাফিনিয়া (Raphinha)। একটু অদ্ভুত ভাবেই গোলটি হয়। কাসেমিরোর মিস পাস থেকে বল পান জুলস কুন্দে। তাঁর থেকে রাফিনিয়া বল পেয়ে লেওয়নডস্কিকে দিয়েছিলেন। কিন্তু পোলিশ স্ট্রাইকার সেই বল কানেক্ট করতে পারেননি। রাফিনিয়ার বাড়ানো সেই বল সরাসরি জড়িয়ে যায় বার্সেলোনার জালে। এর পরে আর কোনও দলই গোল পায়নি। কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল দু’ দলই। কাসেমিরো ব্যর্থ হন। আনসু ফাতিকেও থামান ম্যাঞ্চেস্টার গোলকিপার দে হেয়া। 

 

[আরও পড়ুন: পৃথ্বী শ’র সঙ্গে ‘দুর্ব্যবহার’ করা তন্বী আসলে কে? জানলে চমকে যাবেন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement