Advertisement
Advertisement
লিওনেল মেসি

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে হার বার্সার, মেজাজ হারিয়ে সতীর্থদের দুষলেন মেসি

দেখুন ম্যাচের হাইলাইটস।

Atletico Madrid beat Barcelona to set up Supercopa derby with Madrid
Published by: Subhajit Mandal
  • Posted:January 10, 2020 4:12 pm
  • Updated:January 10, 2020 9:00 pm  

স্টাফ রিপোর্টার: স্প্যানিশ সুপার কাপে হেরে গেল বার্সেলোনা।টানটান দ্বিতীয় সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে হারাল লিওনেল মেসির বার্সেলোনাকে। এবং এই হারের পর দলের পারফরম্যান্সে রীতিমতো হতাশ আর্জেন্টিনার মহাতারকা। তিনি জানিয়েছেন যে, যেভাবে দল ছোটখাটো ভুল করেছে তা কিছুতেই মানা যায় না। এই জয়ের ফলে ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

 

এদিনের ম্যাচে প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে যায় কোকের গোলে। যদিও তারা এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। সৌজন্যে মেসি ম্যাজিক। বার্সেলোনার মহাতারকা ৫১ মিনিটেই দলের হয়ে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। এবং ম্যাচের ৬২ মিনিটে ফ্রান্স তারকা গ্রিজম্যান বার্সার হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। যদিও বার্সেলোনাও এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে মোরাতা গোল করে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান। এবং ম্যাচের ৮৬ মিনিটে কোরেয়া অ্যাটলেটিকোর হয়ে জয়সূচক গোলটি করে যান।এসবের মধ্যে আবার বার্সেলোনার একটি গোল বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। সেই গোলটিও মেসিই করেছিলেন। যা নিয়ে বিতর্ক কম হয়নি।

যদিও ম্যাচ হারের জন্য ভারকে নয়, নিজেদের দলের ভুলত্রুটিগুলিকেই দায়ী করেছেন মেসি। তিনি নিজেদের শিশুসুলভ ভুলকেই দলের হারের জন্য দায়ী করছেন। হতাশ মেসি ম্যাচের পর বলেন, “আমরা ছোটদের মতো ভুল করেছি। যা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিজেদের সেরা পারফরম্যান্সের ধারে কাছে আমরা ছিলাম না। ভুলগুলিই আমাদের শেষ করে দিল।” দলের পারফরম্যান্স যতই খারাপ হোক, মেসি সতীর্থদের বিরুদ্ধে সচরাচর মুখ খোলেন না। কিন্তু, সুপার কাপের সেমিফাইনালে হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি লিও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement