সুলয়া সিংহ: মোহনবাগান ফুটবল দলের দায়িত্ব সঞ্জীব গোয়েঙ্কার হাতে যাওয়ার পর থেকেই ক্লাবের পরিচালনা থেকে শুরু করে দলগঠন সবই হয়েছে বিশ্বমানের। দলের প্রতি সঞ্জীব গোয়েঙ্কার দায়বদ্ধতা নিয়ে কোনও সবুজ-মেরুন সমর্থকই প্রশ্ন তুলতে পারেন না। কিন্তু বাগান সমর্থকদের গলার কাছে কাঁটার মতো বিঁধে আছে ‘এটিকে’ নামক শব্দটা। প্রাণাধিক প্রিয় মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের নামের সামনে ‘এটিকে’ (ATK) শব্দটি মেনে নিতে পারেন না সমর্থকদের একটা বড় অংশ। সবার একটাই প্রশ্ন, কবে সরবে এটিকে? ক্লাব তাঁবুতে স্পোর্টস লাইব্রেরি উদ্বোধনের দিনই এ নিয়ে বড়সড় আপডেট দিলেন ক্লাবের অন্যতম সহ-সভাপতি কুণাল ঘোষ।
ক্লাব চত্বরে দাঁড়িয়ে কুণাল (Kunal Ghosh) এদিন বলেন, আমরা সমর্থকদের আবেগের কথা জানি। মোহনবাগানের নামের আগে ATK শব্দটি আমাদের জন্যও বেদনাদায়ক। কিন্তু এটাও ঠিক যে এটিকে না থাকলে আমাদের সেসময় আইএসএল খেলা হত না। তবে এটা যে পরিবর্তন করা দরকার, সেই বার্তাটা আমরা একাধিকবার পেয়েছি। আমি আপনাদের একটা বিষয় জানিয়ে দিতে চাই, নীতিগতভাবে বিষয়টা একটা জায়গায় পৌঁছেছে। ঠিক সময়মতো সেটা ঘোষণা করে দেওয়া হবে।
বস্তুত, কুণালবাবু এদিন ইঙ্গিত দিয়ে দিলেন যে মোহনবাগানের নামের আগে থেকে ‘এটিকে’ শব্দটি সরতে চলেছে। তার বদলে সম্ভবত সঞ্জীব গোয়েঙ্কারই (Sanjeev Goenka) অন্য কোনও সংস্থার নাম বসতে পারে। সবুজ-মেরুনের সহ-সভাপতির ইঙ্গিত, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ইতিমধ্যেই এ নিয়ে মোহনবাগান কর্মকর্তাদের আলোচনা হয়েছে। এটিকের বদলে ইনভেস্টর হিসাবে কী বসতে পারে, সেটা নিয়েও আলোচনা চলছে। যদিও এখনই এ নিয়ে সরকারি ঘোষণার সময় আসেনি বলেই মনে করছেন মোহনবাগান কর্মকর্তারা।
উল্লেখ্য, মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মোহনবাগান কর্মকর্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.