শিলাজিৎ সরকার: সামনে আই লিগের মাঝের সারির ক্লাব। কিন্তু ডুরান্ড কাপ (Durand Cup) অভিযানের শুরুতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান। পুরো পয়েন্টের খোঁজেই শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে সবুজ-মেরুন ব্রিগেড, তা স্পষ্ট করে দিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো।
এফসি গোয়ার (FC Goa) পর মোহনবাগানের জার্সিতেও ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার সুয়োগ রয়েছে ফেরান্দোর সামনে। গোয়া অতীত হলেও ট্রফি জয়ের ধারা বজায় রাখতে চাইছেন তিনি। ফেরান্দোর কথায়, “এখন আমি মোহনবাগানের হয়ে ট্রফি জিততে চাই। এবারও চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।” গ্রুপ পর্বে একটা-একটা করে ম্যাচ নিয়ে এগোতে চাইছেন। তাই এখনই ডার্বি নিয়ে কোনও ভাবনা নেই ফেরান্দোর (Juan Ferranodo)। তবে ডুরান্ডের নকআউটে যাওয়ার ছকটা কষে ফেলেছেন। বললেন, “আমার হিসেবে পরের পর্বে যেতে ৭-৮ পয়েন্ট লাগবেই। কারণ আমরা কঠিন গ্রুপে রয়েছি। যদিও আমাদের লক্ষ্য গ্রুপের সব ম্যাচ জেতা।”
“It’s gonna be great again, it’s a different feeling when the fans are there, especially in Kolkata.”
Joni Kauko is looking forward to the start of the new season!#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/PEfNGjmMHd
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 20, 2022
শেষ তিনদিন দলকে নিয়ে ক্লোজড ডোর অনুশীলন করেছেন ফেরান্দো। সূত্রের খবর, ক্লোজড ডোরে মূলত বল পজেশন ও সেটপিস মুভমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। তবে ভরা মাঠে সমর্থকদের সামনে ফের খেলতে নামার সুযোগ পেয়ে উত্তেজিত ফেরান্দো। এবছর দেশি-বিদেশি দুই বিভাগেই একাধিক নতুন মুখ রয়েছে মোহনবাগানে (Mohun Bagan)। ফলে দল বেছে নেওয়ার কাজটা সহজ হবে না ফেরান্দোর জন্য। তিনি অবশ্য নিজেও জানেন সেকথা। বললেন, “ম্যাচের দিন সকালে কে কেমন অবস্থায় আছে তা দেখে প্রথম এগারো বেছে নেব।”
তবে মনে করা হচ্ছে, লিস্টন কোলাসো ও মনবীর সিং (Manveer Singh) জুটিকে সামনে রেখে দল সাজাবেন তিনি। বিদেশি হিসেবে জনি কাউকো (Joni Kauko) ও হুগো বুমোসের সঙ্গে শুরু করতে পারেন ফ্লোরেন্তিন পোগবা। এদিনই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে পারে ডিফেন্ডার আশিস রাই ও গোলরক্ষক বিশাল কেইথের। নিজের দলের মতো প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড নিয়েও ওয়াকিবহাল ফেরান্দো। বলছিলেন, “গতবার আই লিগে (I Legaue) রাজস্থান ভালো খেলেছে। তবে এবার নতুন কোচ-ফুটবলাররা আছে। ফলে ওরা সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই আসবে।”
ডুরান্ডে আজ
মোহনবাগান বনাম রাজস্থান ইউনাইটেড এফসি
সন্ধ্যা ৬টা, যুবভারতী ক্রীড়াঙ্গন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.