Advertisement
Advertisement
ATK Mohun Bagan

ISL 2022: চোট-আঘাতে জর্জরিত সবুজ-মেরুন, সুনীলদের বিরুদ্ধে আজ জয়ই লক্ষ্য ফেরান্দোর

এটিকে মোহনবাগানের লিগ শীর্ষে পৌঁছনোর কাজটা কঠিন, তবে একেবারে অসম্ভব নয়।

ATK Mohun Bagan to face Bengaluru FC in today ISL 2022 | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 27, 2022 3:59 pm
  • Updated:February 27, 2022 3:59 pm  

স্টাফ রিপোর্টার: গত দু’টো ম্যাচে পিছিয়ে থেকে ফিরে আসার নাটকীয় মুহূর্ত দেখিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কিন্তু কাঙ্ক্ষিত তিন পয়েন্ট পায়নি। তাই সামনের বাকি তিনটে ম্যাচ সবুজ-মেরুনের কাছে জাহির করার খেলা। যদি না জিততে পারে তাহলে গ্রুপ লিগের শীর্ষে যাওয়া এবারও অসম্ভব হবে। এমনকী নকআউট নিয়ে সংশয় তৈরি হতে বাধ্য। প্রতিযোগিতার শেষ পর্যায়ে এসে সকলে নিজেদের নিঙড়ে দিতে মরিয়া। অথচ দলে চোট-আঘাতের সংখ্যা ক্রমবর্ধমান।

শুধু তাই নয়, কার্ড সমস্যাও রয়েছে। তাছাড়া ঘন ঘন ম্যাচ। ফলে দল পুরোপুরি চোটমুক্ত হতে পারছে না। এটিকে মোহনবাগান কোচ তাই ধন্ধে। বুঝে উঠতে পারছেন না প্রথম একাদশ গড়ার জন্য কাদের নিয়ে চলবেন। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এবারও আহামরি খেলছে না। তবে আইএসএলের (ISL 2021-22) লিগ তালিকার প্রথম চারে থাকতে পারবে না তা নয়। যদি আজ জিতে যায় তাহলে নকআউটে যাওয়ার সম্ভাবনা থাকবে সুনীল ছেত্রীদের। সব মিলিয়ে কোচ জুয়ান ফেরান্দো প্রচন্ড চাপে। “যত দিন যাচ্ছে কঠিন সমস্যার মধে্য পড়ছি। এখন কাদেরকে মাঠে নামাব সেটাই ভাবছি। সমস্যা হচ্ছে, এমন কিছু খেলোয়াড়কে নিয়ে এগোতে হচ্ছে যারা তেমন খেলেইনি। তাই সমস্যায় রয়েছি।” বলেই দিলেন ফেরান্দো।

Advertisement

[আরও পড়ুন: ওষুধ সংস্থার কর্মী সেজে কোটি টাকার প্রতারণা! কলকাতা পুলিশের জালে নাইজেরিয়ার যুবক]

লিগ শীর্ষে পৌঁছনোর কাজটা কঠিন, তবে একেবারে অসম্ভব নয়। তাই আস্থা রাখছেন লিস্টন কোলাসো, মনবীরদের উপর। কিন্তু ফেরান্দো ঠিক করেছেন, ভবিষ্যতের কথা এখনই ফুটবলারদের মাথায় ঢোকাবেন না। তাতে চাপে পড়ে যাবে পুরো দল। সেই জন্য স্প্যানিশ কোচ বলেই ফেললেন, “নকআউটে দল যাবে কী যাবে না, লিগ শীর্ষে দল থাকবে কী থাকবে না, এখন ভেবে লাভ নেই। ছেলেদের বলেছি, রবিবার বেঙ্গালুরু ম্যাচ। জিততে হবে। বাকি সব ভুলে যাও। অন্য দলের দিকে তাকানোর দরকার নেই।” এটিকে মোহনবাগানের রক্ষণভাগ এবার তেমন খেলতেই পারছে না। ১৭ ম্যাচে ২৫ গোল খেয়েছে। বিষয়টা খুবই চিন্তার। তাই বলেই ফেললেন ফেরান্দো, “ছোটখাটো ভুল থেকে প্রচুর গোল খেয়েছি। এই ভুলগুলো প্র‌্যাকটিসে শোধরাতে হয়। সেই সুযোগ পাচ্ছি কোথায়? সময় পেলেই আক্রমণের উপর জোর দিচ্ছি। যাতে গোল খেলেও গোল দিয়ে পোষাতে পারি। গোল না দিলে কোনও পয়েন্ট পাব না।”

রয় কৃষ্ণ (Roy Krishna) ওড়িশার বিপক্ষে লালকার্ড দেখায় খেলতে পারবেন না। এবার রয়ের ছায়াকে দেখা যাচ্ছে। তবু রয়ের উপর আস্থা রাখছেন ফেরান্দো। সুনীল ছেত্রী, ক্লেটন সিলভা হলেন বেঙ্গালুরু দলের প্রধান কান্ডারি। তাই ফেরান্দো ঠিক করেছেন, এঁদের উপর কড়া নজর রাখবেন। কিন্তু শেষকথা জয়। গত ম্যাচে ওড়িশার বিপক্ষে জিতে ফিরেছেন সুনীল ছেত্রীরা। তাই মানসিকতায় এগিয়ে। প্রথম লেগের খেলায় ৩-৩ হয়েছিল হুগো বুমোস, রয় কৃষ্ণদের গোলে। হুগো অফ ফর্মে। রয় কৃষ্ণ নেই। তাহলে দলকে টেনে তুলবেন কে? এটাই আজ দেখার বিষয় হয়ে রইল।

[আরও পড়ুন: কিলির মতো ভিডিও বানিয়ে জনপ্রিয় করো ভারতীয় ভাষাকে, ছোটদের আহ্বান মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement