Advertisement
Advertisement

Breaking News

Belgian Goalkeeper Penalty

পেনাল্টি বাঁচিয়ে মৃত্যু গোলকিপারের, শোকস্তব্ধ বেলজিয়ামের ফুটবল

গোলকিপারের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

Arne Espeel, goalkeeper from Belgium, died shortly after saving a penalty । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 13, 2023 8:41 pm
  • Updated:February 13, 2023 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেনাল্টি বাঁচিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বেলজিয়ান গোলকিপার আর্নে এসপিল। নিজের দলকে বাঁচানোর অব্যবহিত পরেই মৃত্যু এসে কেড়ে নিয়ে যায় তাঁকে। উইঙ্কেল স্পোর্ট বি দলের গোলকিপার এসপিল।  

দ্বিতীয় ডিভিশনে উইঙ্কেল বনাম ওয়েস্ট্রোজবেকের ম্যাচ ছিল। খেলাটি হচ্ছিল উইঙ্কেলের ঘরের মাঠে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় ওয়েস্টোজবেকে। ২৫ বছর বয়সি গোলকিপার পেনাল্টি বাঁচান। কিন্তু তার পরই মাটিতে লুটিয়ে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় তাঁর চিকিৎসা করা হয় মাঠে। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গোলকিপারের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। 

Advertisement

[আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক মর্গ্যান]

 

উইঙ্কেল ক্লাবের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ”আর্নে এসপিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আপাতত কয়েকদিন পিছনের সারিতেই থাকবে ফুটবল।” 

উইঙ্কেল স্পোর্ট বি-র সহকারী কোচ স্টেফান ডোয়েরচিন বলেন, ”এটা অত্যন্ত ভয়াবহ এক ঘটনা। আমাদের গোলকিপার মারা গিয়েছে, এই খবর শোনার পরে সবাই ভেঙে পড়ে। আমার মনে হয় অনেক ফুটবলারই ঘোরের মধ্যে ছিল। কী হয়েছে, সেটাই বুঝে উঠতে পারেনি।” ক্লাবের স্পোর্টস ডিরেক্টর বলেন, ”এটা ট্র্যাজেডি। এই ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। ক্লাবের জন্য নিবেদিত প্রাণ ছিল আর্নে। ওকে সবাই ভালবাসত। আমাদের জন্য বড় আঘাত।” ক্লাবের তরফ থেকে প্রয়াত গোলকিপারের জন্য শোকজ্ঞাপন করা হয়েছে। 

[আরও পড়ুন: ‘শামি অত্যাচারী, কোহলি-রোহিতরাও ওকে ঘৃণা করে’, কেন একথা বললেন দীনেশ কার্তিক?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement