Advertisement
Advertisement

Breaking News

Emi Martinez

‘স্বপ্ন ছিল ভারতে আসার’, কলকাতায় পা রেখে জানালেন মার্টিনেজ, বিমানবন্দরে উপচে পড়ল ভিড়

মেসির সতীর্থকে স্বাগত জানাতে কোনও ঘাটতি রাখেনি কলকাতাবাসী।

Argentine goalkeeper Emi Martinez reaches Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 3, 2023 6:15 pm
  • Updated:July 4, 2023 3:42 pm  

প্রসূন বিশ্বাস: প্রতীক্ষার অবসান। শহর কলকাতায় পা রাখলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের তারকা গোলকিপার এমি মার্টিনেজ। তাঁকে দেখতে সোমবার বিকেলে দমদম বিমানবন্দরের বাইরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এদিন সকালে বাংলাদেশ পৌঁছে যান মার্টিনেজ (Emi Martinez)। সেখানে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তারপরই কলকাতায় আসার বিমানে চেপে বসেন কাতার বিশ্বকাপে সোনার গ্লাভসজয়ী গোলকিপার। বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতায় পৌঁছান তিনি। বিমানবন্দরের বাইরে তাঁকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। মোহনবাগান (Mohun Bagan) ফ্যান ক্লাবের সদস্যরা পৌঁছে গিয়েছিলেন সবুজ-মেরুন পতাকা হাতে। আবার বহু সমর্থকের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা। মেসির সতীর্থকে স্বাগত জানাতে কোনও ঘাটতি রাখেনি কলকাতাবাসী।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়নের দ্বিতীয় সুযোগ পাবে না ভাঙড়ের ১৯ বাম প্রার্থী, সিঙ্গল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে]

এদিন মার্টিনেজকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ছিলেন মোহনবাগান ক্লাবের কর্তারাও। সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে তাঁকে কলকাতায় আসার জন্য ধন্যবাদ জানানো হয়। ভারতের ফুটবলের মক্কায় পা রেখে চওড়া হাসি মার্টিনেজের মুখেও।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলে দেন, “ভারতে এসে দারুণ লাগছে। অনেকদিনের স্বপ্ন ছিল ভারতে আসার। এদেশের অনেক কথা শুনেছি। গোটা শহরটা ঘুরে দেখার অপেক্ষায় আছি।” উল্লেখ্য, আগামী কাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে মোহনবাগান অল স্টারর্স ম্যাচে সবুজ-মেরুন ক্লাবে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন তারকা। ইতিমধ্যেই তাঁকে দেখার সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর সেই দলের চ্যাম্পিয়ন সদস্যকে এত কাছ থেকে দেখার সুযোগ যেন কোনও ভক্তই হাতছাড়া করতে দিতে চান না।

 

[আরও পড়ুন: ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে পুনর্মিলন হতে চলেছে এই স্প্যানিশ তারকার, কে তিনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement