Advertisement
Advertisement
Lionel Scaloni

আর্জেন্টিনার দায়িত্ব কি ছাড়বেন স্কালোনি? ব্রাজিল বধের পরে ইঙ্গিত মেসিদের হেডস্যরের

কেন এমন ইঙ্গিত দিলেন স্কালোনি?

Argentine Coach Lionel Scaloni wondering whether he'll stay on as Argentina coach । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 22, 2023 1:56 pm
  • Updated:November 22, 2023 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কালোনির (Lionel Scaloni) কোচিংয়ে স্বপ্নের দৌড় চলছে আর্জেন্টিনার (Argentina)। কোপা আমেরিকা জিতেছে, বিশ্বকাপ ঘরে তুলেছে নীল-সাদা জার্সিধারীরা। বিশ্বকাপের যোগ্যতা পর্বে মারাকানাতে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে স্কালোনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।
শুনতে অবাক লাগলেও আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। স্কালোনি বলেছেন, ”আমি কী করবো, তা নিয়ে বিস্তারিত চিন্তাভাবনা করতে হবে।” সেই সময়টা দরকার স্কালোনির।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কথা বলেননি স্কালোনি। ব্রাজিলকে হারানোর পরে স্কালোনিকে বলতে শোনা গিয়েছে, ”এই জাতীয় দলে এমন একজন কোচ দরকার যে দারুণ এনার্জি নিয়ে কোচিং করাবেন।” 

[আরও পড়ুন: টি-২০ থেকে ইতি রোহিতের? ওয়ানডে ভবিষ্যৎই বা কী? শীঘ্রই বোর্ডের সঙ্গে বৈঠকে অধিনায়ক]

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মারাকানা স্টেডিয়াম। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সামাল দিতে বাধ্য হয়ে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। বিশৃঙ্খলার প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি (Lionel Messi)।
ওটামেন্ডির গোলে আর্জেন্টিনা হারায় ব্রাজিলকে। সাংবাদিক বৈঠকে স্কালোনিকে বলতে শোনা গিয়েছে, ”এটা গুডবাই আমি বলব না। তবে আমাকে ভাবনাচিন্তা করতে হবে। মান অনেকটাই বেড়ে গিয়েছে। আমার কাজ কঠিন করে দিয়েছে ছেলেরাই। ফলে দীর্ঘদিন ধরে একই এনার্জি নিয়ে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। টানা জিতে যাওয়াও কঠিন।”
স্কালোনি কী করবেন, তা বলবে সময়। তবে তাঁর বক্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। 

Advertisement

 

[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement