Advertisement
Advertisement
Angel Di Maria

চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ১১ মিনিট খেলবেন মারিয়া! নতুন জল্পনা তারকাকে নিয়ে

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেপ্টেম্বরে রয়েছে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার সেই ম্যাচ।

Argentina national team will pay homage to Angel Di Maria in their World Cup qualifying match against Chile

দি মারিয়া।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 18, 2024 3:36 pm
  • Updated:July 18, 2024 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে অ্যাঞ্জেল দি মারিয়া (Angel Di Maria) শেষ ম্যাচ খেলে ফেলেছেন কোপা আমেরিকার ফাইনালে। কিন্তু আর্জেন্টাইন উইঙ্গারের স্ত্রী জর্জেলিনা জানালেন নতুন খবর। আর্জেন্টিনার জার্সিতে আরও কয়েক মিনিট খেলতে পারেন দি মারিয়া। এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ। আর্জেন্টিনার রেডিও ‘রাদিও লা রেদ’কে জর্জেলিনা এক সাক্ষাৎকারে বলেছেন, ”দি মারিয়া বিদায়ী ম্যাচটা যেন আর্জেন্টিনায় খেলে। চিলির বিরুদ্ধে ১১ মিনিট মারিয়া খেলবে কি না, তা আমার জানা নেই। তবে এই ভাবনাটা বেশ ভালো। আমার খুব ভালো লেগেছে। আশা করি মারিয়ারও ভালো লাগবে।”

Advertisement

[আরও পড়ুন: বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে বিতর্ক আর্জেন্টিনাতেও, মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি গেল ক্রীড়া বিভাগের কর্মীর]

কোপা আমেরিকা শুরু হওয়ার আগেই দি মারিয়া জানিয়ে দিয়েছিলেন, এটাই নীল-সাদা জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই ম্যাচটাই দি মারিয়ার শেষ ম্যাচ হয়ে যায়। কিন্তু আর্জেন্টিনার অনেক সমর্থকের পক্ষেই মাঠে গিয়ে ফাইনাল দেখা সম্ভব হয়নি। ফলে তাঁদের সামনে বুট জোড়া তুলে রাখার আরেকটা সুযোগ থাকছে দি মারিয়ার সামনে।
তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াই সি স্পোর্টস জানিয়েছে, চিলির বিরুদ্ধে সেই ম্যাচে মারিয়া খেলবেন কিনা তা স্পষ্ট নয়। তবে টিওয়াইসি স্পোর্টসের মতে, মাঠে উৎসাহ দিতে দেখা যেতে পারে দি মারিয়াকে। শেষ পর্যন্ত আর্জেন্টাইন উইঙ্গারকে চিলির বিরুদ্ধে খেলতে দেখা যাবে কিনা, তা বলবে সময়।

[আরও পড়ুন: মোহনবাগানের পথে গ্রেগ স্টুয়ার্ট, আক্রমণে অভিজ্ঞ মুখেই ভরসা সবুজ-মেরুনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement