Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

অলিম্পিকের শুরুতেই হোঁচট বিশ্বচ্যাম্পিয়নদের! মরক্কোর বিরুদ্ধে হার আর্জেন্টিনার

জয় দিয়ে অলিম্পিক শুরু স্পেনের।

Argentina lost to Morocco in Paris Olympics 2024
Published by: Anwesha Adhikary
  • Posted:July 24, 2024 10:00 pm
  • Updated:July 24, 2024 11:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো। এবার অলিম্পিকের প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আটকে দিল আফ্রিকার সিংহরা। তবে ইউরো চ্যাম্পিয়নরা জিতেই অলিম্পিক অভিযান শুরু করল। উজবেকিস্তানকে হারাল স্পেনের তরুণ ব্রিগেড।

অনূর্ধ্ব ২৩ দলগুলোই অলিম্পিকে (Paris Olympics 2024) খেলতে নেমেছে। তবে প্রত্যেক দলে ২৩ বছরের বেশি বয়সি সর্বাধিক তিনজন ফুটবলার থাকতে পারেন। এবারের আর্জেন্টিনা (Argentina) স্কোয়াডে অবশ্য় লিওনেল মেসির মতো নামী তারকা কেউ নেই। তবে নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজরা রয়েছেন স্কোয়াডে। ২০২২ বিশ্বকাপে নজর কাড়া তরুণ তুর্কি থিয়াগো আলমাডাও দলে রয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: অলিম্পিকে করোনা আক্রান্ত বেড়ে ৫, আইসোলেশন সত্ত্বেও অনুশীলনে হাজির অ্যাথলিটরা!

তবে বিশ্ব ফুটবলের নতুন শক্তি হিসাবে উঠে আসা মরক্কোর (Morocco) বিরুদ্ধে যথেষ্ট নড়বড়ে দেখিয়েছে লা অ্যালবিসলেস্তেদের। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলেন মেসির উত্তরসূরিরা। ম্যাচের মধ্যে একাধিকবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার জেরে বারবার খেলা থামিয়েও দিতে হয়। শেষ পর্যন্ত সংযুক্ত সময়ের ১৫ মিনিটে গিয়ে দ্বিতীয় গোল আসে আর্জেন্টিনার খাতায়। কিন্তু সংযুক্ত সময়ে আর্জেন্টিনা গোল করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মরক্কোর সমর্থকরা। বাধ্য হয়ে খেলা থামিয়ে দেন রেফারি। প্রায় দুঘণ্টা পরে খেলা শুরু হতেই বাতিল হয় আর্জেন্টিনার গোল। শেষ পর্যন্ত ২-১ গোলে হার মানে মেসির দেশ। 

Advertisement

অন্যদিকে, সদ্য ইউরো চ্যাম্পিয়ন হওয়া স্পেন (Spain) অবশ্য অলিম্পিক অভিযান শুরু করল চ্যাম্পিয়নের মেজাজই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা উজবেকিস্তানকে ২-১ হারিয়ে দিল। জোড়া গোল করেন সেরজিও গোমেজ। বুধবার রাতেই অলিম্পিক অভিযান শুরু করবে আয়োজক দেশ ফ্রান্স (France)। ঘরের মাঠে কেমন পারফর্ম করেন থিয়েরি অঁরির ছাত্ররা, নজর থাকবে সেদিকে।

[আরও পড়ুন: অলিম্পিকে মহিলা অ্যাথলিটদের অনুশীলনে নজরদারি ড্রোনের! নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ