আনোয়ার আলি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার আনোয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
এই কমিটির সদস্যরা দুই তরফেরই কাগজপত্র দেখেছেন। সেখানে আপাত দৃষ্টিতে দেখা গিয়েছে মোহনবাগানের সঙ্গে আনোয়ারের চুক্তি রয়েছে। এমন পরিস্থিতিতে যেহেতু আনোয়ার নিজে জানিয়েছেন তিনি এই চুক্তি বাতিল করতে চান, তাই দিল্লি এফসির সঙ্গে কথা বলতে চাইছেন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সদস্যরা। ভালোভাবে শুনতে চান তাদের বক্তব্য।
অন্যদিকে, দিল্লি এফসি ও আনোয়ারের পক্ষ থেকে মোহনবাগানকে পাঠানো একটি চিঠিতে দেখা গিয়েছে, সেখানে উল্লেখ রয়েছে এই জাতীয় ডিফেন্ডার ইস্টবেঙ্গলে খেলতে চান।
কিছুদিন আগে আবার ইস্টবেঙ্গলের সঙ্গে দিল্লি এফসির একটি চুক্তি হয়েছে, যে চুক্তিতে রয়েছে, যদি আনোয়ার ফ্রি হন, তাহলে তাঁকে খেলতে হবে ইস্টবেঙ্গলে। যদিও আনোয়ার ইস্যুতে লাল-হলুদ কর্তারা কোনও কথা বলছেন না। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি দিল্লি এফসির সঙ্গে ইস্টবেঙ্গলেরও কথা শুনতে চান। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক দেখতে চান তারা। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বুঝে গিয়েছেন আনোয়ার আর খেলতে চাইছে না মোহনবাগানে।
প্রয়োজনে মোহনবাগানের সঙ্গেও কথা বলতে পারেন তারা। মোহনবাগানের কথাও শোনা হবে। এরপর তাদের কি দাবি থাকবে। এমন স্পর্শকাতর বিষয়ে সবদিক খুঁটিয়ে দেখেই সিদ্ধান্ত নেবেন পিএসসির সদস্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.