Advertisement
Advertisement
Anwar Ali

মোহনবাগানে খেলতে চান না, জানিয়ে দিলেন আনোয়ার আলি

নির্বাসন বা জরিমানার মতো শাস্তির আশঙ্কা তাঁর এখনও রয়েছে।

Anwar Ali does not want to continue in Mohun bagan

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 11, 2024 12:26 am
  • Updated:August 11, 2024 12:40 am

দুলাল দে: আনোয়ার আলির দলবদল নিয়ে দীর্ঘ জল্পনার অবসান। তারকা ফুটবলার জানিয়ে দিয়েছেন,  আর তিনি মোহনবাগানে খেলতে চান না। যদিও এখনও আনোয়ারের দলবদল নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাসন বা জরিমানার মতো শাস্তির আশঙ্কা তাঁর এখনও রয়েছে। আগামী দিনে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই জানা গিয়েছে। 

নির্ভরযোগ্য সূত্রে খবর, যে মুহূর্তে আনোয়ার মোহনবাগান ছাড়তে চেয়েছিলেন, ক্লাব কর্তৃপক্ষ খুব একটা অ-রাজি ছিল না। কারণ, সেই সময় মুম্বই সিটি এফসি আনোয়ারকে নেওয়ার জন্য জন্য দিল্লি এফসির কাছে আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যেই আনোয়ারের তরফে মোহনবাগানের কাছে যে চিঠি আসে, সেখানে জানা যায়, ইস্টবেঙ্গলে যেতে চান তিনি। এরপরেই মোহনবাগানের তরফে কঠোর মনোভাব নেওয়া হয়েছে আনোয়ারের প্রতি।

Advertisement

[আরও পড়ুন:  অলিম্পিকে শেষ ভারতের অভিযান, ৬টি পদক জিতে ফিরছেন নীরজ-মনুরা

তবে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিংয়ে পরিষ্কার করে দেওয়া হয়, আনোয়ার যখন মোহনবাগানে খেলতে ইচ্ছুক নন, তখন তিনি মোহনবাগানের তরফে ‘এনওসি’ পাবেন। তবে তিনি যেহেতু ঠিকভাবে চুক্তি ছিন্ন করেননি, তাই আনোয়ারকে জরিমানা দিতে হবে মোহনবাগানের কাছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামী ২২ আগস্ট বৈঠক হবে বলে জানা গিয়েছে। তার আগে ২০ আগস্টের মধ্যে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি সমস্ত নথিপত্র জমা দেবে। যদিও আনোয়ার জানিয়েছেন তিনি মোহনবাগানে আর খেলবেন না। কিন্তু কবে অন্য ক্লাবের জার্সিতে তাঁকে দেখা যেতে পারে, সেই নিয়েও নিশ্চিত করে কিছু জানা যায়নি।  

[আরও পড়ুন: অলিম্পিক পদক পাবেন ভিনেশ? ক্রীড়া আদালতের রায় মঙ্গলবার

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement