Advertisement
Advertisement
Kalinga Super Cup

লাগাতার ব্যর্থতার জেরে ছাঁটাই ফেরান্দো, মোহনবাগানের নতুন কোচ হাবাস

নতুন বছরে মোহনবাগানে পালাবদল। প্রাক্তন হয়ে গেলেন ফেরান্দো। দলের রিমোট কন্ট্রোল উঠল হাবাসের হাতে। সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ।

Antonio Habas is the new coach of Mohun Bagan in Kalinga Super Cup । Sangbad Pratidin

প্রাক্তন হয়ে গেলেন ফেরান্দো। নতুন কোচ হাবাস। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 3, 2024 3:11 pm
  • Updated:January 6, 2024 3:48 pm

প্রসূন বিশ্বাস: নতুন বছরে নতুন কোচ মোহনবাগানে (Mohun Bagan)। সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Habas)। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ হাবাস। 
সময়টা ভালো যাচ্ছিল না মোহনবাগানের। চোটআঘাতে জর্জরিত ছিল দল। এই পরিস্থিতিতে টানা তিনটি ম্যাচ হারতে হয় সবুজ-মেরুনকে। দারুণ দল গড়েও টানা হারের জ্বালা সহ্য করতে পারেননি মোহনবাগান সমর্থকরা। গ্যালারি থেকেই ধ্বনি উঠেছিল, ‘গো ব্যাক ফেরান্দো।’ 

[আরও পড়ুন: ‘আব কি বার ৪০০ পার’, লোকসভায় নয়া স্লোগান বিজেপির!]

নতুন বছরেই পালাবদল মোহনবাগানের কোচের হটসিটে। ফেরান্দোর বিদায় হয়ে গেল। ছাঁটাই হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন। ফেরান্দোর কোচিংয়ে মোহনবাগান গত মরশুমে আইএসএল খেতাব জেতে। চলতি মরশুমে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জেতে সবুজ-মেরুন ব্রিগেড। এএফসি কাপেও শুরুটা দারুণ করেছিল মোহনবাগান। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে। এএফসি কাপ থেকেও ছিটকে যেতে হয় সবুজ-মেরুনকে। আইএসএল-এও টানা তিন ম্যাচে হার ফেরান্দোর চাকরি নট করে দিল।
মোহনবাগানের রিমোট কন্ট্রোল হাতে উঠল অভিজ্ঞ আন্তোনিও লোপেজ হাবাসের হাতে। সুপার কাপ থেকেই তিনি দায়িত্ব সামলাবেন। সুপার কাপে শ্রীনিধি, ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে মোহনবাগান। সুপার কাপ থেকেই নতুন পরীক্ষা হাবাসের। আইএসএলে তিনি অভিজ্ঞ কোচ। একদিকে চোট আঘাতের সমস্যা রয়েছে। অন্যদিকে জাতীয় ক্যাম্পে চলে গিয়েছেন একাধিক সবুজ-মেরুন প্লেয়ার। হাবাসের কাজটা কিন্তু খুবই কঠিন। কতটা সফল হবেন স্পেনীয় কোচ, তা বলবে সময়। 

Advertisement

 

 

[আরও পড়ুন: ‘…ও পাগল, ৫০ ওভার সম্পর্কে ধারণাই নেই’, কোন ভারতীয় তারকাকে তোপ নাসের হুসেনের?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement