Advertisement
Advertisement
Anirudh Thapa

জামশেদপুর ম্যাচে থাপাকে খেলানোর চেষ্টা মোলিনার, এখনও অনিশ্চয়তা স্টুয়ার্টকে ঘিরে

জাতীয় শিবিরে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট নিয়েই মোহনবাগানের অনুশীলনে সঙ্গে যোগ দিয়েছেন আশিস রাই।

Anirudh Thapa set to play for Mohun Bagan against Jamshedpur FC

প্রথম গোলের পর অনিরুদ্ধকে শুভেচ্ছা জানাচ্ছেন জেসন কামিন্স। ছবি: X হ্যান্ডেল

Published by: Subhajit Mandal
  • Posted:November 20, 2024 3:01 pm
  • Updated:November 20, 2024 3:01 pm  

স্টাফ রিপোর্টার: চোট কাটিয়ে সুস্থ হচ্ছেন অনিরুদ্ধ থাপা। মঙ্গলবার যদিও দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না তাঁকে। সাইড লাইনে তিনি ও গ্রেগ স্টুয়ার্ট ফিজিওর কাছে ঘণ্টা দেড়ের অনুশীলন করলেন।

অনিরুদ্ধকে চেষ্টা করা হচ্ছে শনিবার জামশেদপুর ম্যাচে খেলানোর। গ্রেগকে নিয়ে এখনও ঝুঁকি নিতে চাইছেন না মোলিনা। তবে যেহেতু হাতে এখনও বেশ কয়েকটা দিন আছে, তাই আরও দু’দিন নজর রাখা হবে তাঁর উপর। পরের ম্যাচে না হলেও চেন্নাইয়িন ম্যাচেই গ্রেগ দলে ফিরতে পারেন।

Advertisement

জাতীয় শিবিরে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট নিয়েই মোহনবাগানের অনুশীলনে সঙ্গে যোগ দিয়েছেন আশিস রাই। তিনি আপাতত রিহ্যাবে সারছেন। এদিন অনুশীলনের সময় সাইড লাইনে বসে দীর্ঘক্ষণ জেমি ম্যাকলারেনদের অনুশীলন দেখলেন আশিস। তাঁর বিকল্প রাইট ব্যাক হিসাবে কোচ জোসে মোলিনা জামশেদপুর ম্যাচে কাকে খেলান, এখন সেটাই দেখার। এদিন অনুশীলনে যোগ দিলেন জেসন কামিংস। অনুশীলনে বেশ কয়েকটি নজরকাড়া গোল করলেন দিমিত্রি পেত্রাতোস। বোঝা যাচ্ছে ধীরে ধীরে পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া এই অজি ফুটবলার। অনুশীলনে অভিনবত্ব আনতেই শুরুতেই ভোটেক্স ফুটবল খেলালেন কোচ মোলিনা।

এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠে জামশেদপুর এফসিকে হারাতে পারলেই লিগ টেবিলে অবস্থান আরও ভালো হবে মোহনবাগানের। তাতে বেঙ্গালুরুর সমান পয়েন্ট হয়ে যাবে তাদের। অন্যদিকে, মা মারা যাওয়ায় দেশে ফিরছেন কোচ মোলিনার সার্বিয়ান সহকারি ইগর তাসভেস্কি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement