Advertisement
Advertisement
Al Nassr

নাটকীয় জয় আল নাসেরের, রোনাল্ডোকে কটাক্ষ ভক্তের

আল নাসেরের জয়ের দিনে গোল পাননি রোনাল্ডো।

Al Nassr wins in a thriller but Ronaldo gets trolled । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 4, 2023 10:53 am
  • Updated:March 4, 2023 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটকীয় ম্যাচ। নাটকীয় জয় আল নাসেরের (Al Nassr)। নব্বই মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়েই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসের। রেফারির শেষ বাঁশির পরে স্কোরলাইন বলছে আল নাসের ৩ আল বাতিন ১।

আল নাসের যে ম্যাচটা জিতবে তা অতি বড় আল নাসের ভক্তও আশা করেননি। কিন্তু অতিরিক্ত সময়ের ১২ মিনিটে দেখা গেল ম্যাজিক। ১-০-এ পিছিয়ে থাকা ম্যাচ আল নাসের জিতে গেল ৩-১ গোলে।

Advertisement

[আরও পড়ুন: মন্দিরে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা বিরাট-অনুষ্কার, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা]

 

অ্যাডেড টাইমের ৩ মিনিটে আব্দুলরহমান ঘারিব সমতা ফেরান আল নাসেরের হয়ে। গোল হওয়ায় সংযুক্ত সময় একটু বাড়লেও নাটকের আরও বাকি ছিল। এবং সেটা একেবারে শেষ লগ্নে। অ্যাডেড টাইমের ১২ মিনিটে মহম্মদ আল ফাতিলের গোলে এগিয়ে যায় আল নাসের। তার ঠিক ২ মিনিট পর ফের গোল পায় আল নাসের। এবার গোলদাতা মহম্মদ মারান।

ম্যাচে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোললাইন থেকে তাঁর প্রচেষ্টা ব্যর্থ করেন আল বাতিনের ফুটবলার। খেলার শেষে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”শেষ হওয়ার আগে পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে যেতে হবে।” যদিও ভক্তরা কিন্তু রোনাল্ডোকে কটাক্ষ করতে ছাড়েননি। এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”খেলা শেষ হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করবে।” আরেক ভক্ত লিখেছেন, ”সৌদি লিগের তলানিতে থাকা আল বাতিনের বিরুদ্ধে রোনাল্ডো।” আল নাসের কোচ রুডি গার্সিয়া টুইট করেছেন, ”কত আবেগের ছড়াছড়ি। ইটস দ্য ভিকট্রি অফ আ গ্রুপ।”

আল নাসের লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট আল নাসেরের।

[আরও পড়ুন:‘আমাদের তো আউট হতেই হবে, এই বিশ্বাস নিয়ে খেলছিল ভারতীয়রা’, রোহিতদের কটাক্ষ গাভাসকরের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement