আল-নাসের: ৬ (তোলিসো ৩, ওটাভিয়া, লাপোর্তে, মারান)
ইন্টার মিয়ামি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ম্যাচটায় শিরোনাম অন্যরকম হতে পারত। এই ম্যাচটায় এই প্রজন্মের সবচেয়ে বড় দুই মহাতারকার মহাদ্বৈরথ উপভোগ করতে পারত ফুটবল বিশ্ব। কোনওটাই হল না। চোটের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নামবেন না, এ খবর প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবারের আল নাসের বনাম ইন্টার মিয়ামি (Al-Nassr vs Inter Miami) ম্যাচ অনেকটাই জৌলুস হারিয়েছিল। খেলার ফলাফল যেন আরও জৌলুসহীন। একেবারে একপেশে ম্যাচে রোনাল্ডোহীন আল-নাসের উড়িয়ে দিল মেসির মিয়ামিকে।
রোনাল্ডো খেলেননি। মেসিও শুরু থেকে ছিলেন না। তিনি এদিন মাঠে নামেন ৮৩ মিনিটে। তার আগেই অবশ্য তাঁর দল হাফ ডজন গোল হজম করে নিয়েছে। ততক্ষণে আল নাসের মোটামুটি ছেলেখেলা করে ফেলেছে মিয়ামিকে নিয়ে।
রিয়াদের কিংডম এরিনায় রোনাল্ডো না থাকলেও ম্যাচের মাত্র ৩ মিনিটে সিআর সেভেনের পর্তুগিজ সতীর্থ ওটাভিয়ার গোলে এগিয়ে যায় আল নাসের (Al Nassr)। এরপর ১২ মিনিটের মধ্যেই সেই ব্যবধান ৩-০ করে রিয়াদের ক্লাবটি। ১০ মিনিটে তোলিসো এবং ১২ মিনিটে গোল করেন আইমেরিক লাপোর্তে। অর্থাৎ ম্যাচের বয়স ১৫ মিনিট পেরোনোর আগেই ইন্টার মিয়ামি পৌঁছে যায় খাদের কিনারে।
বিরতির পর ফের ঝড় তোলে আল নাসের। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চর্তুথ গোলটি করেন তোলিসো। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ৬৮ মিনিটে মহাম্মদ মারানও গোল করলে ব্যবধান হয়ে যায় ৫-০। আর ৭৩ মিনিটে তলিসো নিজের হ্যাটট্রিক সূচক এবং দলের ৬ নম্বর গোলটি করেন। এমনিতে এদিনের ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও দুই মহাতারকার দলের ফুটবলাররা একাধিকবার বিবাদে জড়ান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.