সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বীর নামটাও কি আর সহ্য করতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? নাহলে মেসির নাম শুনলেই এমন খেপে যাবেন কেন পর্তুগিজ মহাতারকা! এতটাই যে নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে বসলেন সিআর সেভেন। যার জেরে এবার সৌদি থেকে তাঁকে দাঁড়িয়ে দেওয়ার দাবিও উঠছে।
আসলে গত মঙ্গলবার আল হিলালের বিরুদ্ধে রোনাল্ডোর ক্লাব আল-নাসেরের ম্যাচের আগে রোনাল্ডোকে লক্ষ্য করে ‘মেসি-মেসি’ স্লোগান দেওয়া শুরু করেন আল-হিলাল (Al-Hilal) সমর্থকরা। তাতে তেলেবেগুনে জ্বলে ওঠেন সিআর সেভেন। সেই চিৎকার শুনে মাঠ থেকে বেরোনোর সময় নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশালীন ভঙ্গি করেন রোনাল্ডো। এমনকী নিজের অণ্ডকোষও চেপে ধরেছিলেন তিনি। তাঁর সেই ভঙ্গি যে মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলালের সমর্থকদের উদ্দেশে ছিল সেটা স্পষ্ট।
রোনাল্ডোর এই আচরণে সৌদিজুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এমনিতেই সৌদি যথেষ্ট রক্ষণশীল দল। তার উপর আবার রমজান মাস চলছে। পবিত্র রমজানে রোনাল্ডোর (CR7) অপবিত্র আচরণ বরদাস্ত করা হবে না বলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন সৌদির একটা বড় অংশের মানুষ। তাঁদের স্পষ্ট কথা, রোনাল্ডোকে দেশ থেকে তাড়াতে হবে।
যদিও বিপদের সময় রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছে তাঁর ক্লাব আল-নাসের। বিবৃতি দিয়ে অদ্ভুত যুক্তি দিয়েছে আল-নাসের। ক্লাব বলছে, আসলে রোনাল্ডোর কুঁচকির কাছে চোট আছে। তাই তিনি ওখানে হাত দিয়েছিলেন। কোনওরকম অশ্লীল অঙ্গভঙ্গি করেননি। আল-নাসের বলছে, রোনাল্ডোর চোট রয়েছে এটাই সত্যি। কোনও সমর্থক অন্য কিছু ভাবতে চাইলে ভাবতেই পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.