ফাইল ছবি।
দুলাল দে: ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে চিঠি দিয়ে কিছুদিন আগেই আনোয়ার (Anwar Ali) জানিয়েছেন, তিনি আর মোহনবাগানের চুক্তিবদ্ধ ফুটবলার নন। স্বাভাবিকভাবেই সবাই এখন তাকিয়ে রয়েছেন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির উত্তরের দিকে।
কিন্তু ঘটনা হচ্ছে, যতক্ষণ না মোহনবাগানের (Mohun Bagan) বক্তব্য জানা যাচ্ছে, ততক্ষণ আনোয়ার ইস্যুতে কোনও সিদ্ধান্তই নিতে পারবে না ফেডারেশন (AIFF)। ফলে আনোয়ারের বক্তব্য সঠিক কি না জানার জন্য খুব শীঘ্রই মোহনবাগানকে চিঠি পাঠাতে চলেছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। মোহনবাগানের উত্তর জানার পর সিদ্ধান্ত হবে, আনোয়ার ইস্যুতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিং ডাকা হবে কি না।
আনোয়ার আলিকে নিয়ে দলবদলের বাজার সরগরম। কিছুদিন আগে মোহনবাগান আনোয়ারকে অনুশীলনে যোগ দেওয়ার জন্য মেইল পাঠিয়েছিল। শুক্রবারই মোহনবাগান অনুশীলনে তাঁকে যোগ দিতে বলা হয়। কিন্তু তার আগেই আনোয়ার প্লেয়ার্স স্টেটাস কমিটিতে (Players Status Committee) জানিয়ে দেন, তাঁর সঙ্গে মোহনবাগানের চুক্তি আর বৈধ নয়। আনোয়ারের চাইছেন দ্রুত বিষয়টির নিষ্পত্তি হোক। শোনা যাচ্ছে, আনোয়ারের আবেদনের ভিত্তিতে মোহনবাগানকে চিঠি দেবে ফেডারেশন।
যদিও মোহনবাগানের বক্তব্য, ঘরোয়া ফুটবলে লোন সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করার জন্য ফিফা ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময় দিয়েছে ফেডারেশনগুলিকে। কিন্তু আনোয়ারের সঙ্গে মোহনবাগানের চুক্তি যেহেতু ওই নিয়ম কার্যকর হওয়ার আগেই করা, তাই তাঁর ক্ষেত্রে ওই নিয়ম কার্যকর হবে না। মোহনবাগানের এক শীর্ষ কর্তা ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, আনোয়ারকে এনওসি দেওয়া হবে না। তিনি মোহনবাগানের ফুটবলার, মোহনবাগানেই খেলবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.