Advertisement
Advertisement
Igor Stimac

বিশ্বকাপ অভিযান শেষ! চুক্তি জটিলতায় স্টিমাচের পদত্যাগের দিকে এখন তাকিয়ে ফেডারেশন

অন্যায় গোলের প্রতিবাদ জানিয়ে ফেডারেশনের চিঠি এএফসি-র বিভিন্ন বিভাগীয় প্রধানকে।

AIFF is waiting for Igor Stimac's resignation from India football team

ইগর স্টিমাচ।

Published by: Arpan Das
  • Posted:June 13, 2024 1:58 pm
  • Updated:June 13, 2024 2:33 pm

দুলাল দে: কাতারের বিরুদ্ধে যেভাবে ভারতীয় দলকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হল, ভারতীয় ফুটবলে এটাই এখন সবচেয়ে বড় খবর নাকি, দলকে তৃতীয় রাউন্ডে তুলতে না পারার জন্য জাতীয় কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) দায়িত্ব ছাড়বেন, আলোচনায় কোনটা শীর্ষস্থানে রয়েছে, তা নিয়ে রীতিমতো আলোচনা হতে পারে। বরং বলা যায়, বিশ্বকাপের দৌড় শেষ হয়ে যাওয়ার পর জাতীয় দল থেকে স্টিমাচের বিদায় যখন নিশ্চিত, তখন কাতারের অন্যায় গোলটা স্টিমাচের বিদায়কে কিছুটা বিলম্বিত করছে। কারণ, স্টিমাচ নিয়ে ভারতীয় ফুটবল (Indian Football) এখন দ্বিধাবিভক্ত। অনেকে কাতার ম্যাচে ভাল খেলার প্রসঙ্গ তুলছেন। অনেকে বলছেন, অনেক পিছিয়ে থাকা আফগানিস্তান, কুয়েতকে হারাতে পারলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হত না। ফলে ফেডারেশন কর্তারাও এই মুহূর্তে স্টিমাচের সিদ্ধান্তের দিতে তাকিয়ে রয়েছেন।
দুর্বল গ্রুপ দেখে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যাওয়া নিয়ে স্টিমাচ এতটাই নিশ্চিত ছিলেন যে, কিছুদিন আগে বলে দেন, তৃতীয় রাউন্ডে না গেলে তিনি পদত্যাগ করবেন। মঙ্গলবার রাতে বিশ্বকাপের দৌড় থেকে বিদায় নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও খবর নেই যে ইগর স্টিমাচ পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন। এদিকে, দীর্ঘ চুক্তি থাকায় চাইলেও মাসিক ৩০ হাজার ডলারের বেতনে থাকা ইগর স্টিমাচকে সরিয়ে দিতে পারছে না ফেডারেশন (AIFF)। কারণ, ফেডারেশন যদি নিজের থেকে ইগরকে সরিয়ে দেয়, তাহলে বড়সড় ক্ষতিপূরণ দিতে হবে ক্রোয়েশিয়ান কোচকে। তাই কর্তারা তাকিয়ে ইগরের পদত্যাগের দিকে। কিন্তু দোহাতে বসে ইগর বলেছেন, আরও কিছুদিন পর ফেডারেশন কর্তাদের সঙ্গে আলোচনা করেই তিনি পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তার মানে, কাতারের বিরুদ্ধে খেলা দেখিয়ে শেষ মুহূর্তে ফেডারেশন কর্তাদের বোঝানোর একটা চেষ্টা করবেন যে, এই দলটাই ভারতীয় ফুটবলের ভবিষ্যত। তবে আফগানিস্তান এবং কুয়েতকে কেন হারানো সম্ভব হল না, তার ব্যাখ্যা ইগর স্টিমাচের কাছে নেই। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এরকম দুর্বল গ্রুপ কবে পাওয়া সম্ভব হবে, সেটাও কেউ জানেন না।

[আরও পড়ুন: ‘হাতে আর খুব বেশি সময় নেই’, একসঙ্গেই অবসরের ইঙ্গিত মেসি-রোনাল্ডোর]

তবে কাতার ম্যাচে যেভাবে অন্যায় গোলে ভারতীয় দলকে হারানো হয়েছে, তা সহজে হজম করছে না ফেডারেশন। সভাপতি কল্যান চৌবে জানিয়েছেন, পুরো পরিস্থিতি জানিয়ে ফিফার কোয়ালিফায়ার হেড, এএফসির রেফারি প্রধান, এএফসির (AFC) প্রতিযোগিতা বিভাগের প্রধান এবং ম্যাচ কমিশনারের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। কীভাবে এরকম দিনে দুপুরে ডাকাতি করা সম্ভব হল, সেটাই কেউ বুঝতে পারছেন না। তবে ভারতীয় দলের বিরুদ্ধে নিজেদের রিজার্ভ বেঞ্চের দল নামিয়েছিল কাতার। এই প্রসঙ্গে স্টিমাচ জানিয়েছেন, ভারতীয় দলেও কেউ বয়স্ক ফুটবলার খেলেননি। তবে স্টিমাচের এই যুক্তিতে শেষ পর্যন্ত চিঁড়ে ভিজবে কিনা, সন্দেহ রয়েছে। যে কারণে, সবাই এখন ক্রোয়েশিয়ান কোচের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকার বিরুদ্ধে ভারতকে বাড়তি পাঁচ রান ‘উপহার’ কেন? ক্ষোভে ফুঁসছেন ভাজ্জি]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ