সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোহায় ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (CAFA) মধ্যে। যে চুক্তি সম্পন্ন হল, তার প্রভাব সুদূরপ্রসারী হতেই পারে।
সর্বভারতীয় ফুটবল সংস্থা ও সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে মৌ চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ভারতের সমস্ত বয়সভিত্তিক দল (পুরুষ ও মহিলা) সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ভারতের বিভিন্ন বয়সের দল আমন্ত্রণের মাধ্যমে খেলতেই পারে মধ্যপ্রাচ্যের টুর্নামেন্টে।
আফগানিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য দেশ। এর সদর দপ্তর দুশানবেতে। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, ”সিএএফএ-র সঙ্গে গাঁটছড়ার পরে আমাদের বিভিন্ন বয়সভিত্তিক দল প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। মধ্যপ্রাচ্যের প্রতিযোগিতায় অংশ নিতে চাই, আমাদের এই আবেদনে সাড়া দেওয়ার জন্য সিএএফএ ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.