Advertisement
Advertisement

Breaking News

AIFF

কবে শুরু সুপার কাপ? ধোঁয়াশা কাটিয়ে অবশেষে দিনক্ষণ ঘোষণা ফেডারেশনের

মোট ১৬টি দল অংশ নেবে সুপার কাপে।

AIFF announces Super Cup date and venue
Published by: Anwesha Adhikary
  • Posted:March 6, 2025 6:14 pm
  • Updated:March 6, 2025 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এল সুপার কাপের দিনক্ষণ। গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আবারও ট্রফিজয়ের লক্ষ্যে নামবে লাল-হলুদ ব্রিগেড। তবে এবার একেবারে নতুন রূপে খেলা হবে এই টুর্নামেন্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ। গতবারের মতোই ভুবনেশ্বরে খেলা হবে গোটা টুর্নামেন্ট।

Advertisement

গতবার গ্রুপ এবং নকআউট-দুই পর্বে ভাগ করা হয়েছিল সুপার কাপের সূচিকে। কিন্তু এবার প্রথম থেকেই নকআউট পর্বের খেলা। মোট ১৬টি দল অংশ নেবে সুপার কাপে। বর্তমানে আইএসএলের ১৩টি দল সুপার কাপে খেলবে। সেই সঙ্গে সুপার কাপে অংশ নেবে আই লিগের তিনটি দলও। আপাতত টুর্নামেন্ট শুরুর দিন ঘোষণা করেছে ফেডারেশন। বিস্তারিত সূচি এখনও প্রকাশ করা হয়নি। কোন দল কার বিরুদ্ধে খেলবে, সেটাও এখনও জানা যায়নি।

ফেডারেশন কাপের ‘উত্তরসূরি’ হিসাবে ২০১৮ সাল থেকে শুরু হয় সুপার কাপ। প্রথমবারই ফাইনাল খেলে ইস্টবেঙ্গল। কিন্তু বেঙ্গালুরু এফসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় লাল-হলুদ ব্রিগেডের। তার পরের বছর চ্যাম্পিয়ন হয় এফসি গোয়া। তারপর কোভিডের জেরে তিনবছর বন্ধ ছিল এই প্রতিযোগিতা। ২০২৩ সালে সুপার কাপ জেতে ওড়িশা এফসি। গতবছর ওড়িশাকে হারিয়ে প্রথমবার সুপার কাপ আসে ইস্টবেঙ্গল তাঁবুতে।

তবে এবারের সুপার কাপে লড়াই হবে আরও হাড্ডাহাড্ডি। কারণ গতবছর আইএসএলের সব দল এই টুর্নামেন্টে খেলেনি। আইলিগে খেলা দলের সংখ্যাই বেশি ছিল। কিন্তু এবার আইএসএলের প্রত্যেকটি দলই খেলবে সুপার কাপে। উল্লেখ্য, সুপার কাপ চ্যাম্পিয়ন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফে খেলার সুযোগ পাবে। সেখানে হেরে গেলে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার রাস্তাও খোলা থাকছে সুপার লিগ চ্যাম্পিয়নদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub