Advertisement
Advertisement

নির্বাচনের আগেই উপহার টুটু শিবিরের, মোহনবাগানে ফিরছেন সোনি

উচ্ছ্বসিত সমর্থকরা।

Ahead of Mohun Bagan polls, ‘ghar waapsi’ for Sony Norde
Published by: Sulaya Singha
  • Posted:October 11, 2018 5:27 pm
  • Updated:October 11, 2018 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগেই দেবীপক্ষে মোহনবাগান সমর্থকদের দুর্দান্ত উপহার টুটু শিবিরের। ‘ঘরে’ ফিরছেন ঘরের ছেলে সোনি নর্ডি। 

ক্লাব ছাড়ার সময় বলেছিলেন, “বিশ্বের কোনও ফুটবল সমর্থকের সঙ্গে মোহনবাগানের সমর্থকদের তুলনা চলে না। তাই ফিরলে তাঁদের টানেই ফিরবেন। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গঙ্গাপারের ক্লাবে ফিরছেন সোনি। আসন্ন আই লিগে মোহনবাগানের জার্সি গায়েই খেলবেন হাইতিয়ান স্ট্রাইকার।

Advertisement

[দশ বলেই ম্যাচ জয়, চমকপ্রদ স্কোরলাইন মালয়েশিয়া-মায়ানমার ম্যাচে]

২৭ অক্টোবর আই লিগ অভিযান শুরু মোহনবাগানের। শনিবার সেলের বিরুদ্ধে প্র‌্যাকটিস ম্যাচ। পুরো দল পাবেন না শংকরলাল চক্রবর্তী। এই অবস্থায় বিদেশিদের দিকেই সকলের নজর ছিল। আর তারই মধ্যে খুশির খবর সবুজ-মেরুন শিবিরে। নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক টুটু বোসের গোষ্ঠীর। শীর্ষকর্তা সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্তের উদ্যোগেই আবার বাগানের পথে সোনি। ইতিমধ্যেই সোনির ভিসার জন্য আবেদন জানানো হয়েছে। ভিসা এলেই শহরে পা রাখবেন সোনি। কলকাতায় আসার পর প্রয়োজনীয় মেডিক্যাল ও ফিজিক্যাল টেস্ট দিতে রাজি হয়ে গিয়েছেন সোনি। তারপরই আইএফএ অফিসে সই করবেন। লক্ষ্মীবারে সৃঞ্জয় বোস বলেন, “আমি আর দেবাশিস দত্ত কোচের সঙ্গে সোনির ব্যাপারে আলাদা করে কথা বলি। ও পেশাদার ফুটবলার। ভালভাবে প্রিসিজনও করেছে। আর এখানে এসে মেডিক্যাল টেস্ট দিতেও রাজি হয়ে গিয়েছে। সুতরাং ওকে নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়। সোনির ফেরার ব্যাপারে আমাদের বিশেষ সাহায্য করেছে দুবাইয়ে থাকা মোহনবাগানের সদস্য অর্ণব।”

এদিকে ক্লাবকর্তারা জানালেন, এই সপ্তাহেই আসার কথা ওমরের। ওমর নিশ্চিত হওয়ার পরও মোহনবাগান জনতার কাছে সোনি নর্ডির চাহিদা ছিল তুঙ্গে। সবুজ-মেরুন সমর্থকরা সোনিকেই ফের সবুজ-মেরুন জার্সি গায়ে দেখতে চেয়েছিলেন। তাঁদের সে ইচ্ছেই এবার পূর্ণ হল। এর আগে কোচ শংকরলাল জানিয়ে ছিলেন, এখনও পুরো ফিট নন সোনি। তাঁকে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। অথচ সোনি মেডিকেল সার্টিফিকেট এখনও জমা দেননি। সেই কারণেই তাঁর ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সোনি জানিয়ে দিয়েছেন, এ দেশে এসেই সব পরীক্ষা দেবেন তিনি। গত মঙ্গলবার সোনি ফেসবুকে মোহনবাগানকে বিদায় জানিয়ে একটি পোস্ট করেছিলেন। পরে অবশ্য তা মুছেও দেন। সেই পোস্টটির পর থেকেই জল্পনা জোরালো হয়। অবশেষে সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্তের সৌজন্যেই বাগানে ফিরছেন সোনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement