স্টাফ রিপোর্টার: দুই বছর পর কলকাতা লিগে (Calcutta Football League) প্রত্যাবর্তনেই কঠিন চ্যালেঞ্জের মুখে মোহনবাগান (Mohun Bagan SG)। গ্রুপে মহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস এবং ডায়মন্ডহারবার এফসির মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুন শিবিরকে। সেখানে ইস্টবেঙ্গলের গ্রুপে ভবানীপুর ক্লাব ছাড়া তেমন কোনও বড় নাম নেই।
সোমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিন্যাস পর্ব অনুষ্ঠিত হয় আইএফএ-তে। প্রায় সব ক্লাবের প্রতিনিধির উপস্থিতিতে লিগের ২৬ ক্লাবকে দুটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ ‘এ’-তে মোহনবাগান, মহামেডান, ইউনাইটেড ও ডায়মন্ডহারবার ছাড়াও আছে সিএফসি, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি ক্লাব, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট এমএস, আর্মি রেড ও পাঠচক্র। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে ইস্টবেঙ্গল ও ভবানীপুরের সঙ্গে আছে ইস্টার্ন রেল, পুলিশ এসি, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, কাস্টমস ও পশ্চিমবঙ্গ পুলিশ। মোহনবাগান প্রথম ম্যাচ খেলবে পাঠচক্রের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল অভিযান শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। মহামেডানের প্রতিপক্ষ ইউনাইটেড। ভবানীপুর খেলবে ইস্টার্ন রেলের বিরুদ্ধে। ডায়মন্ডহারবার প্রিমিয়ার ডিভিশনে পা রাখবে সাদার্ন সমিতি ম্যাচ দিয়ে। মোহনবাগান বনাম মহামেডান ডার্বি হতে পারে ষষ্ঠ রাউন্ডে।
তবে এবার লিগে প্রথম একাদশে বাংলার পাঁচ ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করছে না আইএফএ। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আগেই বাংলার ফুটবলারদের তুলে আনার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এদিনের সভায় ক্লাবগুলি আপত্তি জানানোয় আগামী বছর থেকে সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ঠিক হয়েছে, জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, “আমরা আগেই ঠিক করেছিলাম, এবার থেকে লিগে প্রথম একাদশে বাংলার পাঁচজন ফুটবলার রাখতেই হবে। তবে ক্লাবগুলি আজকে আমাদের বলে যে আরও আগে জানতে পারলে প্রস্ততিতে সুবিধা হত। দল তৈরি হয়ে যাওয়ায় এই মুহূর্তে নতুন করে প্লেয়ার নেওয়ার সমস্যার কথাও ওরা বলে। তাই সামনের বছর থেকে এই নিয়ম চালু করার অনুরোধ করেন ক্লাবগুলির প্রতিনিধিরা। আমরা সেই অনুরোধ মেনে সামনের বছর থেকে ভূমিপুত্র নিয়ম চালু করব।”
২৫ জুন থেকে লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র। প্রথম দিন একটাই ম্যাচ হবে। তবে ওই দিন তিন প্রধানের মাঠে নামার সম্ভাবনা কম। গ্রুপ পর্ব শেষে হবে চ্যাম্পিয়নশিপ এবং অবনমন রাউন্ড। দুই গ্রুপের সেরা তিনটি করে মোট ৬টা দল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলবে। অবনমন রাউন্ডে খেলবে চারটি করে মোট ৮ দল। এবার প্রিমিয়ার ডিভিশন থেকে অবনমন হবে ৪ দলের। আইএফএ সচিব জানিয়েছেন, তিন প্রধানের ম্যাচ তাদের ঘরের মাঠে করার চেষ্টা চলছে। পাশাপাশি সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে ম্যাচ বিকেলের পর শুরু করার পরিকল্পনাও রয়েছে। তবে খরচের কথা মাথায় রেখে পুরোপুরি ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন করা হবে না বলেই আইএফএ সূত্রে খবর।
গ্রুপ এ
মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, সিএফসি, ডালহৌসি ক্লাব, এফসিআই, পিয়ারলেস, পাঠচক্র, কালীঘাট এমএস, আর্মি রেড।
গ্রুপ বি
ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাব, ইস্টার্ন রেল, পুলিশ এসি, বিএসএস, এরিয়ান ক্লাব, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, রেনবো এসি, উয়াড়ি, খিদিরপুর, কাস্টমস, পশ্চিমবঙ্গ পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.