Advertisement
Advertisement

Breaking News

IFA

অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, IFA সচিবের পর এবার পদত্যাগ দুই সহ-সভাপতির

এদিনই আবার আইএফএ'র সমস্যা মেটাতে সভাপতি ও সচিবের সঙ্গে বৈঠক রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।

After Joydeep Mukherjee, two vice-president of IFA have resigned today | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 28, 2020 2:02 pm
  • Updated:December 28, 2020 3:22 pm  

দুলাল দে: সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের পথেই হেঁটে এবার আইএফএ থেকে ইস্তফা দিলেন দুই সহ-সভাপতি। আইএফএ সভাপতির পদে আসিন হয়ে অজিত বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন পক্ষপাতিত্ব করছেন। এমন অভিযোগ তুলেই প্রতিবাদ স্বরূপ পদত্যাগের সিদ্ধান্ত নেন দুই সহ-সভাপতি পার্থ সারথী গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ফুটবলার তথা রাজ্য জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি তনুময় বসু।

সোমবারই আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে দুই সহ-সভাপতি জানিয়ে দেন, আইএফএ’কে ‘দুর্নীতিমুক্ত’ করতে তাঁরা জয়দীপ মুখোপাধ্যায়ের পাশেই আছেন। তাঁরাও চান না, কোনও কারণ বশত কলঙ্কিত হোক ভারতীয় ফুটবল সংস্থার নাম। পাশাপাশি তাঁরা এও বলে দেন, আপাতত আই লিগ চলছে। যা আইএফএ-র কাছে গুরু দায়িত্ব। তাই আই লিগ শেষ হওয়া পর্যন্ত তাঁরা নিজেদের কর্তব্য পালন করবেন। সচিবের পরই দুই সহ-সভাপতির পদত্যাগে আইএফএ’র রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মেলবোর্নে দুরন্ত বোলিং অশ্বিনদের, ‘‌বক্সিং ডে’ টেস্টে জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে]

এরই মধ্যে আবার এদিনই বিকেলে আইএফএ’র সমস্যা মেটাতে সভাপতি ও সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু তার আগেই দুই সহ-সভাপতির এহেন পদত্যাগের সিদ্ধান্ত নতুন করে যে বিষয়টিকে আরও জটিল করে তুলল, তা বলাই বাহুল্য। তাই এদিনের বৈঠকে আদৌ কোনও সমাধান সূত্র বের হবে কি না, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএফএ’র বাকি সদস্যদের ক্ষোভ ও অনাস্থা ক্রমেই প্রকট হচ্ছে। এমন পরিস্থিতিতে তাই সভাপতি পদে থেকে তিনি কাজ চালিয়ে গেলেও বাকিদের থেকে কতখানি সমর্থন পাবেন, তা বলা কঠিন।

উল্লেখ্য, চলতি কন্যাশ্রী কাপে অন্যায়ভাবে এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) দ্বিতীয়বার সেমিফাইনাল খেলার সুযোগ করে দেওয়ার জন্য অজিত বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে পদত্যাগ করেছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সদস্য হওয়ার দরুণ অজিত বন্দ্যোপাধ্যায় যে অন্যায়ভাবে লাল-হলুদকে সুযোগ করে দিচ্ছে, এরই প্রতিবাদে গর্জে ওঠেন তিনি। এবার দেখার, আজকের বৈঠকের পর জল কোন দিকে গড়ায়।

[আরও পড়ুন: বিশ্ব ফুটবলের অনন্য সম্মানপ্রাপ্তি রোনাল্ডোর, পিছনে ফেললেন ‌মেসি, রোনাল্ডিনহোকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement