Advertisement
Advertisement

তারকা ফুটবলারের স্ত্রীর সঙ্গে উদ্যাম যৌনতায় লিপ্ত হয়েছিলেন মারাদোনা!

পাশের ঘর থেকে শোনা যেত শিৎকার!

Affair allegation against Argentina’s Diego Maradona
Published by: Sulaya Singha
  • Posted:August 22, 2018 8:24 pm
  • Updated:August 22, 2018 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন মাঠে নামতেন, ফুটবল পায়ে তখন সোনা ফলাতেন৷ সময়ের সঙ্গে বয়সটা বেড়েছে৷ কিন্তু মাঠের বাইরে এখনও রঙিন তাঁর ব্যক্তিগত জীবন৷ তাই বয়স যতই বাড়ুক দিয়েগো মারাদোনা কখনওই চর্চার আলো থেকে সরে যাননি৷ রাশিয়া বিশ্বকাপেও নানা কারণে সংবাদের শিরোনামে ছিলেন তিনি৷ গত মাসেই আবার ২৯ বছরের গার্লফ্রেন্ড রোসিও ওলিভার সঙ্গে বাগদান সেরেছেন ৫৭ বছরের মারাদোনা৷ কিন্তু এরই মধ্যে ফের প্রকাশ্যে এল ফুটবলের রাজপুত্রের যৌন জীবনের কাহিনি৷ জানা গেল, এক তারকা ফুটবলারের স্ত্রীয়ের সঙ্গে নাকি উদ্যাম যৌনতায় লিপ্ত হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার৷

[আরও একটি পালক সিন্ধুর মুকুটে, অর্থের অঙ্কে রেকর্ড ভারতীয় শাটলারের]

Advertisement

মদ আর মহিলাদের সঙ্গে চিরকালই জড়িয়ে কিংবদন্তির নাম৷ জীবনে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল৷ তবে এবার যে তথ্য সামনে এল, তা এতকাল গোপনই ছিল৷ একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টার মিলানের তারকা ফুটবলার মাওরো ইকার্ডির বর্তমান স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে দীর্ঘদিন সঙ্গমে লিপ্ত ছিলেন মারাদোনা৷ নারা ও মারাদোনার সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেন আর্জেন্টাইন টেলি তারকা মির্থা৷ বলেন, একবার মার ডেল প্লাটার একটি হোটেলে উঠেছিলেন তিনি৷ অন্য এক রুমে ছিলেন মারাদোনা ও নারা৷ রাতে দু’জন এমন উদ্যম যৌনতায় লিপ্ত হতেন যে ঘুমাতেই পারতেন না মির্থা৷ চিৎকারের পাশাপাশি ঘরের আসবাব সরানোর শব্দও আসত৷ সেই ঘটনার পর একদিন নারা নাকি মির্থাকে তাঁর টিভি চ্যানেলে আমন্ত্রণের জন্য অনুরোধও করেছিলেন৷ কিন্তু মির্থা সাফ জানিয়ে দেন, যিনি তাঁর রাতের ঘুম কেড়েছেন৷ তাই কোনওমতেই নারাকে চ্যানেলে ডাকবেন না তিনি৷

[সিরিজে দুর্দান্ত কামব্যাক বিরাটদের, ট্রেন্টব্রিজে ধরাশায়ী ইংল্যান্ড]

এ ঘটনা অবশ্য প্রায় এক যুগ আগের৷ তবে মির্থার দেওয়া এসব বিস্ফোরক তথ্য সাড়া ফেলে দিয়েছে ফুটবল মহলে৷ চার বছর আগে ইকার্ডিকে বিয়ে করার আগে প্রাক্তন বার্সেলোনা তারকা ম্যাক্সি লোপেজের স্ত্রী ছিলেন নারা৷ লোপেজের তরফে তিনটি এবং ইকার্ডির তরফে দুটি মেয়ে আছে তাঁর৷ তবে তিনি যে এককালে মারাদোনার যৌনসঙ্গীও হয়ে উঠেছিলেন, এ খবর অনেকের কাছেই অজানা ছিল৷ সে সময় নারার সঙ্গে যে বেশ কিছু উত্তেজক মুহূর্ত কাটিয়েছেন মারাদোনাও, তা মির্থার ব্যাখ্যা থেকে বেশ স্পষ্ট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement