স্টাফ রিপোর্টার: ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছিলেন আর্মান্দো সাদিকু। যা দেখে বোঝাই যাচ্ছিল, ডার্বির হারটা তাঁদের কী পারিমাণে কষ্ট দিয়েছে। একইসঙ্গে লেখা, ‘দ্রুতই বদলা হবে।’ পরের ডার্বি কবে এখনও ঠিক নেই। তবে তার আগে অবশ্য এএফসি কাপের দক্ষিণ জোন প্লে-অফের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক রাউন্ডে নেপালের ক্লাব মাচিন্দ্রা এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান।
বুধবার এএফসি কাপে (AFC Cup) ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। ডার্বিতে সেভাবে ছাপ ফেলতে না পারার জন্য কামিংস, সাদিকুদের নিয়ে অনেকেই হয়তো টুকটাক কথাবার্তা বলছেন। তবে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো পরিষ্কার বলে দিয়েছেন, কামিংসদের কিছুটা সময় দিতে হবে।
মাচিন্দ্রা এফসির (Machindra FC) বিরুদ্ধে নামার আগে এদিন যুবভারতীতে শেষ প্রস্তুতি সেরে নিল মোহনবাগান। বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল দিমিত্রি-বুমোসদের। নেপালের ক্লাবের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছেন ফেরান্দো। এদিনের প্র্যাকটিস দেখে সেটা বোঝা গেল। প্র্যাকটিসে দেখা গেল, আক্রমণের বৈচিত্র নিয়ে আসার ব্যাপারে জোর দিচ্ছেন ফেরান্দো। তবে একই সঙ্গে মাচিন্দ্রা নিয়ে সতর্কও মোহনবাগান (Mohun Bagan) কোচ। নেপালের ক্লাবকে কোনওভাবেই হালকাভাবে নিতে চান না ফেরান্দো। তাই আক্রমণাত্মক খেললেও সতর্ক হয়ে পদক্ষেপ করবেন সবুজ-মেরুন কোচ।
শেষ দুটি ম্যচ মোহনবাগানের জন্য মোটেই ভাল যায়নি। টানা ৮ ম্যাচ বাদে ইস্টবেঙ্গলের কাছে ডার্বি হারতে হয়েছে। তারপর আবার কলকাতা লিগে আর্মি রেডের (Army Red) কাছে ২-২ গোলে ড্র করতে হয়েছে। সব অর্থাৎ পরপর দু’ম্যাচে হয়ের মুখ দেখেনি মোহনবাগান। নেপালের মাচিন্দ্রার বিরুদ্ধেও তাই হতাশা কাটিয়ে জয়ে ফিরতে চাইবে মরিয়া মোহনবাগান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.