মোহনবাগান: ৩ (কামিন্স, সোলেমানি আত্মঘাতী, সাদিকু)
আবাহনী: ১ (স্টিউয়ার্ট)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উবে গেল ডার্বির হতাশা। ফিকে কলকাতা লিগের ব্যর্থতাও। এএফসি কাপের (AFC Cup) যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে যেন চেনা মোহনবাগানকে দেখা গেল। বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডকে স্রেফ উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। স্কোরশিটে নাম তুললেন মোহনবাগানের দুই বিদেশি স্ট্রাইকার সাদিকু এবং কামিন্স। জয়ের ফলে এএফসি কাপের গ্রুপ পর্বের টিকিট কনফার্ম হয়ে গেল কামিন্সদের।
ডুরান্ড বা কলকাতা লিগ (Calcutta Football Legaue) নয়। মোহনবাগানের মূল লক্ষ্য AFC Cup। সেটা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। মঙ্গলবারের ম্যাচটাকে তিনি দেখছিলেন ফাইনাল হিসাবে। আসলে মূল পর্বে যেতে হলে কোনওভাবেই পা পিছলোনোর উপায় ছিল না। তাই এদিন নিজের সেরা তিন অস্ত্র বুমোস, সাদিকু এবং কামিংসকে একসঙ্গে নামিয়ে দেন তিনি। সঙ্গে সাহাল, লিস্টনরা তো ছিলেনই।
মোহনবাগানের এই আক্রমণভাগের ভার এদিন যেন সামলাতেই পারল না বাংলাদেশের আবাহনী। যদিও ম্যাচের প্রথম গোলটা তাঁরাই পেয়েছিল। ম্যাচের ১৭ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে গোলরক্ষক বিশালের ভুলে গোল করে ফেলেন আবাহনীর স্টিউয়ার্ট। পিছিয়ে পড়ে মোহনবাগান যেন ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আবাহনীর রক্ষণের উপর। মুহুর্মুহু আক্রমণ তুলে আনা শুরু করেন সবুজ-মেরুন ফরওয়ার্ডরা। ভুরি ভুরি সুযোগও আসছিল। কিন্তু গোল আসছিল না। গোলমুখ খুলল ম্যাচের ৩৭ মিনিটে। পেনাল্টি স্পট থেকে অনবদ্য গোল করে সমতা ফেরালেন কামিংস (Jason Cummings)।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলা শুরু করে সবুজ-মেরুন শিবির। ক্রমাগত আক্রমণের চাপে ৫৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন আবাহনীর সোলেমানি। মিনিট দুয়েকের মধ্যেই ফের গোল পায় মোহনবাগান। এবার গোল করেন সাদিকু। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরও মূলত আক্রমণেই ছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। তবে আর গোল আসেনি। শেষপর্যন্ত ৩-১ গোলেই জিতল আইএসএল চ্যাম্পিয়নরা। এদিনের ম্যাচ শুধু ফলাফলের নিরিখে নয়, সার্বিক পারফরম্যান্সের নিরিখেও বেশ ঝলমলে দেখিয়েছে মোহনবাগানকে। যা আগামী দিনের জন্য আশার আলো হতে পারে।
ছবি: অমিত মৌলিক
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.