মোহনবাগান: ১ (লিস্টন)
বসুন্ধরা কিংস: ২ (মিগুয়েল ফিগুয়েরা, রবিনহো)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ মাঠ। হাজার দর্শকের শব্দব্রহ্ম। সেই সঙ্গে রেফারিং নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে হারের মুখ দেখতে হল মোহনবাগানকে (Mohun Bagan)। বাংলাদেশের বসুন্ধরা কিংস সবুজ-মেরুনকে হারাল ২-১ গোলে।
এদিন ঢাকার কিংস এরিনায় বসুন্ধরাকে হারানো যে কঠিন চ্যালেঞ্জের হবে সেটা মোহনবাগানও জানত। কিন্তু যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পরিস্থিতিও যে এতটা চ্যালেঞ্জিং হবে সেটা বোধ হয় ভাবেননি জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। একে তো অর্ধেক মাঠে ঠিকমতো ঘাস পর্যন্ত নেই। তার উপর আবার স্টেডিয়ামজুড়ে দর্শকদের শব্দব্রহ্ম। জোড়া চ্যালেঞ্জ সামলাতে পারলেন না লিস্টনরা।
কঠিন পরিস্থিতিতেও শুরুটা ভালো করেছিল মোহনবাগান। প্রথম কয়েক মিনিট খারাপ মাঠ, দর্শকদের শব্দব্রহ্ম সামলে কামিন্স, বুমোসরা লড়ছিলেন। যার সুফলও মিলেছিল ১৭ মিনিটে। দুর্দান্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসো। বাঁ প্রান্ত থেকে কামিন্সের বাড়ানো পাস, প্রথমে বসুন্ধরার গোলরক্ষক বাঁচালেও রিবাউন্ডে সেটা জালে জড়িয়ে দেন লিস্টন। কিন্তু ওই গোলের পর ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে সবুজ-মেরুন। প্রত্যাঘাত করে বসুন্ধরা।
ম্যাচের ৪৪ মিনিটে অনবদ্য গোল করে সময়া ফিরিয়ে দেন বসুন্ধরার মিগুয়েল ফিগুয়েরা। দ্বিতীয়ার্ধেও খেলার রাশ ছিল বসুন্ধরারই হাতে। মোহনবাগান যে আক্রমণ করেনি, তা নয়। কিন্তু সেভাবে যেন দানা বাঁধছিল না সবুজ-মেরুন আক্রমণ। উলটে ৮০ মিনিটে রবিনহোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে ফেলল বাংলাদেশের ক্লাবটি। ওই গোলের পরও বারবার আক্রমণ সাজানোর চেষ্টা করেছে মোহনবাগান। কিন্তু কাজের কাজ হয়নি। হারের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান খোয়াল সবুজ-মেরুন শিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.